বিজনেসটুডে২৪ সংবাদদাতা
মৌলভীবাজার: শ্রীমঙ্গলে এক ভারতীয় মহিলা আটক হয়েছে।
সোমবার দিবাগত রাতে (১৪ জুন) উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সীমান্ত এলাকা কুঞ্জবন আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৯৪৩/১০ থেকে ওই মহিলাকে আটক করে বিজিবি। আটককৃত নারীর নাম সমজা বিবি (৩১)। সে ভারতের ধলাই জেলার কমলপুর থানার গঙ্গানগর এলাকার আব্দুস সালামের স্ত্রী বলে জানা গেছে।
৫৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।










