বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের প্রেমের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর মার্চে হয় তাঁদের সামাজিক বিয়ে। এটি কাঞ্চনের তৃতীয় বিয়ে হওয়ায় এবং বয়সের ব্যবধান থাকার কারণে তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা ওঠে। তবে কোন সমালোচনাই দমাতে পারেনি এই যুগলকে। বরং তাঁরা সবসময়ই নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন গর্বভরে।
সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রীময়ী একটি আবেগঘন বার্তা পোস্ট করেছেন “প্রেম কখনও পুরনো হয় না…”। এই বাক্য দেখে অনেকেই ভাবতে শুরু করেন, তিনি বুঝি স্বামী কাঞ্চনের উদ্দেশ্যেই কিছু বলছেন। তবে বাস্তবটা একেবারে ভিন্ন।
আসলে তিনি গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত নতুন ছবি ‘গুড বাই মাউন্টেন’-এর প্রিমিয়ারে। সেই অনুষ্ঠানেই ছবির গল্পে মুগ্ধ হয়ে ইনস্টাগ্রামে অনুভূতি ভাগ করে নেন শ্রীময়ী। তিনি লেখেন, “গুড বাই মাউন্টেন, দু’জন ভালবাসার মানুষের গল্প। এই সিনেমাটি এটাই বলে প্রেম কখনও পুরানো হয় না। আমরা বলি ঠিকই প্রাক্তন, কিন্তু প্রথম ভালোবাসার অনুভূতিটা কখনও প্রাক্তন হয় না, কখনও পুরোপুরি ভাবে ভোলাও যায় না। অস্বীকারও করা যায় না।”
শ্রীময়ী আরও লেখেন, “ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্তর অনবদ্য কেমিস্ট্রি, প্রগাঢ় আদর এবং রোম্যান্স মুগ্ধ করে। সর্বোপরি ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করে জীবনের সত্যিটাকে মেনে নেওয়া এই গল্প সত্যিই অসাধারণ। আমি নিশ্চিত, যাঁরা ভাবছেন প্রেম চলে গিয়েছে জীবনে, তাঁরা সিনেমাটি দেখে আবার প্রেমে পড়বেন।”
পাহাড়প্রেমী শ্রীময়ী লেখেন, “গুড বাই মাউন্টেন সিনেমাটি দেখে আপনাদের ও পাহাড়ে গিয়ে বারবার প্রেম করতে ইচ্ছে করবে।” তাঁর মতে, ঋতুপর্ণা মানেই সম্পর্ক থাকবে, প্রেম থাকবে, বিরহ থাকবে সবমিলিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্প থাকবে।
এই পোস্টে কোথাও কাঞ্চনের নাম না থাকলেও, প্রেম, প্রাক্তন আর অনুভবের মিশেলে শ্রীময়ীর বার্তা বহু নেটিজেনের মন ছুঁয়ে গেছে।