Home বিনোদন ‘বুড়ো হয়ে গেলাম, একটা প্রেমও জুটল না’: শ্রীলেখা মিত্র

‘বুড়ো হয়ে গেলাম, একটা প্রেমও জুটল না’: শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন এবং স্পষ্ট বক্তব্যের জন্য আলোচনার কেন্দ্রে থাকেন। নিজের বিবাহবিচ্ছেদ পরবর্তী জীবন এবং একা থাকার অভিজ্ঞতা নিয়ে তিনি প্রায়শই অকপট মন্তব্য করেন। দীর্ঘদিন ধরে তিনি একমাত্র মেয়ে ঐশীকেই কেন্দ্র করে জীবন কাটাচ্ছেন এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় এলেও আর কখনো বিয়ের সিদ্ধান্ত নেননি।

সম্প্রতি এই অভিনেত্রী আবারও নিজের সামাজিক মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

রবিবার (৩০ নভেম্বর) শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আক্ষেপের সুরে লেখেন: “লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।”

অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তি মুহুর্তেই সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিয়ে বা প্রেম প্রসঙ্গে শ্রীলেখা মিত্রকে একই ধরনের বক্তব্য দিতে দেখা গেছে। গত বছর এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁর দ্বিতীয়বার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই।

তিনি সে সময় বলেছিলেন, “এখনও এমন কাউকে পাইনি যাকে দেখে মনে হবে—এই তো সেই মানুষ। নিজের মতো করে জীবন চালাতে চালাতে এখন আর এসব ভালো লাগে না।”

একইসঙ্গে তিনি একা থাকার স্বাধীনতার জায়গাটিকেও গুরুত্ব দেন। তিনি বলেছিলেন, “টিভির রিমোট নিয়ে ঝগড়া, পাশে কেউ নাক ডাকছে—এগুলো এখন আর সহ্য করতে পারব না। কুকুরদের সঙ্গে থাকতেই ভালো লাগে। ওদের সঙ্গেই রাজার মতো থাকি।”

অভিনয়জীবনের বাইরে নানা খোলামেলা মন্তব্য, বিশেষ করে টলিউডের স্বজনপ্রীতি (Nepotism) নিয়ে সমালোচনা—এসব কারণেই শ্রীলেখা মিত্র বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও যুক্ত হয়েছেন এবং তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ পরিচালনার মাধ্যমে নতুন পথচলা শুরু করেছেন।