Home সারাদেশ রাতের অন্ধকারে মেয়ে ভেবে মায়ের শ্লীলতাহানি

রাতের অন্ধকারে মেয়ে ভেবে মায়ের শ্লীলতাহানি

ছবি এ আই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ত্রিশাল ( ময়মনসিংহ):  ত্রিশাল উপজেলায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম আকমল হোসেন (৩৮)। তিনি উপজেলার একই গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গত সোমবার রাতে ভুক্তভোগী নিজেই ত্রিশাল থানায় মামলা করেন। মামলায় বলা হয়, গত ১৮ অক্টোবর ভোরে প্রকৃতির ডাকে বাইরে বের হন ওই গৃহবধূ। টয়লেট থেকে বের হওয়ার সময়ই তাকে জোর করে তুলে নিয়ে পাশের ধানক্ষেতে ধর্ষণ করে আকমল। গৃহবধূর চিৎকার শুনে তার স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পরিবারের অভিযোগ, আকমল দীর্ঘদিন ধরে গৃহবধূর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করছিল। ঘটনার দিন মেয়ের ওড়না গায়ে দেয়ায় দূর থেকে দেখে আকমল ভুলবশত মেয়ের পরিবর্তে মাকেই তুলে নিয়ে যায়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, “ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” তিনি আরও জানান, “স্থানীয়দের কেউ কেউ বলছেন, মেয়েকে ভেবে মাকে তুলে নেওয়া হয়েছিল। তবে এজাহারে এ বিষয়টি উল্লেখ নেই।”