বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ শ্লীলতাহানির অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাঈম (২০) ও আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার (৩৫)।
পুলিশের তথ্যে বলা হয়েছে, শাহাজাহান, নাঈম ও ওমর ফারুক নামের তিন যুবক গত বৃহস্পতিবার বিকেলে কিশোরীকে উপজেলার পশ্চিম বরৈয়া এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে গিয়ে রাত আড়াইটা পর্যন্ত একাধিকবার শ্লীলতাহানি করে। পরে হাসমন আক্তার ভুক্তভোগীর পরিধানের কাপড় ধুয়ে আলামত বিনষ্ট করে এবং ব্যথানাশক ঔষধ খাইয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ঘটনা প্রকাশ না করতে বাধ্য করে।
মেয়ের বাবা বাদী হয়ে থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”