বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সংবিধান সংশোধনের মতো গুরুতর বিষয় সংসদের বাইরে থেকে করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংবিধানে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সেটি সংসদের মাধ্যমেই করতে হবে এবং সে জন্য প্রত্যেক রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে।
শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, “সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনা হচ্ছে। কিন্তু স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনো পরিবর্তন আনতে হয়, তাহলে তা সংসদের মধ্য দিয়েই করতে হবে। সংসদের বাইরে থেকে এ ধরনের কিছু করার সুযোগ নেই।”
তিনি বলেন, “যারা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বাধাগ্রস্ত করতে চায়, তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে না। তারা নিজেরাই জানে না কোন পথে যাবে।”
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “জাতীয় স্বার্থে যেখানে ঐক্য দরকার, সেখানে ঐক্য করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি না বদলালে কোনো সংস্কার কাজে আসবে না। সহনশীলতা এবং অন্যের মতের প্রতি সম্মানই পারে আমাদের এগিয়ে নিতে।”
৫ আগস্টের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ভেঙে গেছে—এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, “আমি কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন ও চিন্তাভাবনা থাকে। যেখানে একমত হওয়া সম্ভব, সেখানে হওয়া উচিত। আর বাকি বিষয়গুলো জনগণের সামনে নিয়ে যেতে হবে, কারণ তারাই দেশের মালিক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এছাড়াও স্মরণসভায় বক্তব্য রাখেন নর্দান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। সভাপতিত্ব করেন মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মেহনাজ মান্নান।