Home Third Lead পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পুরো পরিবারে মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাইভেট কারের চার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। একই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজারের রামপুর এলাকায়, পল্লী বিদ্যুৎ সমিতির সামনে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, ইউটার্নে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস বিপরীত লেনে চলে গেলে রাস্তা পার হওয়ার চেষ্টা করতে গিয়ে বিপর্যয় ঘটায়। এ সময় দ্রুতগতির সিমেন্টবোঝাই লরি বাসকে পাশ কাটিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি উল্টে গিয়ে প্রথমে বাসের পেছনে থাকা প্রাইভেট কার এবং পরে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

নিহতরা হলেন মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। তারা সকলেই কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনায় মৃতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

দূর্ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়া পরিবারটি কুমিল্লার স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে পরিস্থিতি এখনও আশঙ্কাজনক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার এই ঘটনা প্রমাণ করে, দ্রুতগতির যানবাহন ও সড়ক নিরাপত্তা অনুপস্থিতি মানুষের জীবনে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে।