Home First Lead সাংসদ পাপুল গ্রেপ্তার কুয়েতে

সাংসদ পাপুল গ্রেপ্তার কুয়েতে

কাজী শহীদ ইসলাম পাপুল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় কুয়েতের সিআইডির সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানব পাচারের অভিযোগে।

কুয়েতে নিয়োজিত  বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন, সকালে সংবাদ পেয়েছি এ গ্রেপ্তারের ব্যাপারে। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।  শহীদ ইসলাম পাপলুর বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ থাকার কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত।

দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগে ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে কুয়েতের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের এমপি কাজী পাপলুর নামও ছিল তাদের তালিকায়।

এর আগে কুয়েতি সংবাদ মাধ্যমে বাংলাদেশি এমপির ব্যবসা পেতে বিশালবহুল গাড়ি উপহার দেয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। কুয়েতে মানবপাচারে হাজার কোটি টাকা কারবারের অভিযোগ ওঠে সাংসদ পাপুলের বিরুদ্ধে।

কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির দৈনিক পত্রিকা আল-কাবাস জানিয়েছে, অর্থ পাচার ও মানবপাচারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

শহিদুল ইসলাম মূলতঃ কুয়েত প্রবাসি বাংলাদেশি ব্যবসায়ী। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী ঘরণার প্রবাসী হিসেবে শহিদ মনোয়ন আওয়ামী লীগ থেকে চেয়েছিলেন। কিন্তু মহাজোটের পক্ষ থেকে মোহাম্মদ নোমানকে নির্বাচনে এই আসন থেকে সমর্থন দেওয়া হলে শহিদ সতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীকে নির্বাচন করেন। তবে মাঝ পথে এসে নির্বাচন থেকে সরে মোহাম্মদ নোমান দাঁড়ালে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শহিদ ইসলামকে আওয়ামী লীগ সমর্থন দেয়।

পরবর্তীতে তার স্ত্রী সেলিনা ইসলাম একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।