Home বিনোদন স্ত্রীর সঙ্গে ঝগড়া? সাইফ ও অক্ষয়ের শেখানো মোক্ষম সমাধান

স্ত্রীর সঙ্গে ঝগড়া? সাইফ ও অক্ষয়ের শেখানো মোক্ষম সমাধান

বিনোদন ডেস্ক:  স্ত্রী-স্বামীর ঝগড়া প্রায়ই স্বাভাবিক, কিন্তু তা সামলানোর উপায় জানতে চাইলে বলিউড তারকাদের কাছ থেকেই পাওয়া যেতে পারে কিছু কাজের টিপস। সম্প্রতি টুইঙ্কল খন্না ও কাজল সঞ্চালিত এক অনুষ্ঠানে সাইফ আলি খান এবং অক্ষয় কুমার তা স্পষ্ট করে দেখালেন।

সাইফ জানান, তিনি এবং করিনা একসময় ঝগড়া করেন, যেমনটি সাধারণ দম্পতিদের হয়। তবে ঝগড়া সামলানোর কৌশল তাঁর বাবা, কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদীর দেওয়া উপদেশ থেকেই পাওয়া। সাইফ বলেন, “বাবা বলেছিলেন, ঝগড়ার সময় আমি শুধু ক্রিকেট খেলার কথা ভাবি বা অন্য কিছু বিষয়ে চিন্তা করি। কোনও কথা বলি না, শুধু শুনব।”

অক্ষয় কুমারও একই ধরণের অভিজ্ঞতার সঙ্গে মিল রেখেছেন। তিনি বলেন, “ও (টুইঙ্কল) আগুন, আমি জল। ও যা ইচ্ছা বলে যায়, আমি শুধু শান্ত হয়ে চুপ করে থাকি। শুধু ও কী বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করি। প্রত্যেক স্বামীরই একজন ভালো শ্রোতা হয়ে ওঠা প্রয়োজন।”

সাইফ ও করিনা ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান, তৈমুর ও জেহ্। অন্যদিকে, অক্ষয় ও টুইঙ্কল ২০০১ সালে বিবাহিত হন এবং তাদের দুই সন্তান, আরভ ও নিতারা। এই দুই তারকারা দেখালেন, সম্পর্কের উত্তাপেও ধৈর্য ও শ্রবণশক্তি রাখলেই ঝগড়া অনেকাংশে মিটে যায়।