—এটাই এখন একমাত্র প্রার্থনা
রাজশাহীর তানোরে ১৫০ ফুট গভীর অন্ধকার গর্তে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে দুই বছরের নিষ্পাপ শিশু সাজিদ। উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও মাটির গভীরতা ও জটিলতার কারণে এখনো তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
উপরে মা রুনা বেগমের বুকফাটা কান্না আর নিচে নিকষ কালো অন্ধকারে ছোট্ট সাজিদের একাকী লড়াই—এই দৃশ্য মেনে নেওয়া কঠিন।
বিজনেসটুডে২৪ পরিবার আজ গভীর উদ্বেগ ও শঙ্কায় প্রতিটি মুহূর্ত পার করছে। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, যেন কোনো এক অলৌকিক রহমতে শিশুটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতিটি প্রচেষ্টা সফল হোক।
সাজিদের মায়ের শূন্য কোল আবার ভরে উঠুক, হাসি ফুটুক স্বজনদের মুখে। পুরো দেশ আজ সাজিদের জন্য প্রার্থনায় মগ্ন।
ফিরে এসো সাজিদ, আমরা তোমার অপেক্ষায়।
– বিজনেসটুডে২৪ পরিবার










