বিনোদন ডেস্ক: গত অক্টোবর মাসে আইনি বিয়ের ছবি প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারা খান। ভিন ধর্মে বিয়ের কারণে শুনতে হয়েছিল ‘জাহান্নমে যাও’-এর মতো কটু কথা। তবে ধর্মধ্বজাধারী ও নিন্দুকদের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই সামাজিক বিয়ে সারলেন সারা। শুক্রবার (৫ ডিসেম্বর) মুম্বাইয়ে হিন্দু রীতি মেনে প্রেমিক কৃষ পাঠকের গলায় মালা দিলেন ‘বিদাই’ খ্যাত এই অভিনেত্রী।
কৃষ পাঠক হলেন আশির দশকের জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’-এর ‘লক্ষ্মণ’ অর্থাৎ অভিনেতা সুনীল লহরীর ছেলে। সেই সুবাদে সারা খান এখন পর্দার লক্ষ্মণের পুত্রবধূ।
শুক্রবার মুম্বাইয়ে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় এই জুটির। হিন্দু রীতি মেনে গায়ে হলুদ থেকে শুরু করে মালাবদল, সাতপাক এবং সিঁদুরদান—সব আচারই পালন করা হয়। বিয়ের আসরে সারা খান সেজেছিলেন লাল টকটকে লেহেঙ্গা এবং ভারী কুন্দনের গয়নায়। হাতের মেহেন্দিতে স্পষ্ট ছিল স্বামী কৃষের নাম। অনুষ্ঠানের পর নবদম্পতি আমন্ত্রিতদের জন্য একটি গ্র্যান্ড রিসেপশনেরও আয়োজন করেন।
বিয়েতে উপস্থিত ছিলেন টেলিভিশন দুনিয়ার একঝাঁক তারকা। অতিথিদের তালিকায় ছিলেন আওয়েজ দরবার, নগমা মিরাজকার, ফলক নাজ, রাজীব ঠাকুর এবং দীপশিখা নাগপালসহ আরও অনেকে।
তবে বিয়ের এই আনন্দের মাঝেও পিছু ছাড়েনি বিতর্ক। মুসলিম হয়ে হিন্দু পাত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় এবং হিন্দু রীতিতে বিয়ে করায় ফের সমালোচনার শিকার হতে হয়েছে সারাকে। অভিনেত্রীর এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি শেয়ার করে ‘হ্যাপি ওয়েডিং লাইফ’ বা ‘সুখী দাম্পত্য জীবন’ কামনা করতেই নেটিজেনদের একাংশ পুরোনো ইতিহাস টেনে আনেন।
রিয়োলিটি শো ‘বিগ বস’-এর ঘরে অভিনেতা আলি মার্চেন্টের সঙ্গে সারার বিয়ের কথা মনে করিয়ে দিয়ে অনেকেই কটাক্ষ করে প্রশ্ন ছুড়েছেন, ‘আর কতবার সুখী দাম্পত্য শুরু করবেন সারা?’ উল্লেখ্য, বিগ বসের ঘরে আলি মার্চেন্টের সঙ্গে বিয়ে হলেও সেই সংসার বেশিদিন টেকেনি।
তবে সোশ্যাল মিডিয়ার এই নেতিবাচক মন্তব্য বা ট্রল যে সারা খান এবং কৃষ পাঠকের ওপরে কোনো প্রভাব ফেলতে পারেনি, তা বিয়ের আসরে নবদম্পতির উচ্ছল হাসিই বলে দিচ্ছিল। জীবনের নতুন অধ্যায়ে তাঁরা একে অপরের হাত শক্ত করেই ধরেছেন।










