বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: পুলিশের হাতে মা-বোনকে আটকের খবরে কিশোর মারুফের আত্মহত্যার জেরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাদা পোশাকে টিম পরিচালনাকারী ১২ উপ-পরিদর্শক (এসআই)’কে রবিবার একযোগে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (সদর) আমীর জাফর এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন যে সবাইকে ‘অ্যালার্ট’ করার জন্য এই আদেশ।
সাদা পোশাকে অভিযান বিষয়ে তিনি বলেন, কখনো কখনো সাদা পোশাকে অভিযান করতেই হয়। তবে তা লোকাল জোনের ডিসির (উপ-কমিশনার) পারমিশন নিয়ে করতে হয়। সেখানে যদি কোন ফাঁকফোকর থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবস্থা নিয়ে থাকি।
১৬ জুলাই রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মসজিদ গলিতে সাদা পোশাকে পুলিশের এক এসআই ঐ কিশোরের বাসায় অভিযান চালায়। অভিযানে মা ও বোনকে লাঞ্ছনার অপমান সইতে না পেরে কিশোর আত্মহত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় এসআই সোহেলকে ক্লোজ করা হয়েছে। থানার ওসিকে করা হয়েছে শোকজ।