Home জাতীয় ব্যক্তিপর্যায়ে সিমের সংখ্যা সীমিত করা হচ্ছে

ব্যক্তিপর্যায়ে সিমের সংখ্যা সীমিত করা হচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ডের সংখ্যা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বর্তমানে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১৫টি পর্যন্ত সিমকার্ড রেজিস্ট্রেশন করা সম্ভব হলেও তা ধাপে ধাপে কমিয়ে সাতটিতে নামিয়ে আনা হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায়, একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। এতে প্রকৃত অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এজন্যই ব্যক্তি পর্যায়ে সিমকার্ড রেজিস্ট্রেশনের সীমা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “একজনের সিম ব্যবহার করে অন্য কেউ অপরাধ করে, তখন মূল মালিক ভোগান্তিতে পড়েন। এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে তদন্তে দেখা যায়, সিমটি সংশ্লিষ্ট ব্যক্তির নয়। নির্বাচনের আগে আমরা এই বিশৃঙ্খলা কিছুটা নিয়ন্ত্রণে আনতে চাই।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “আমরা প্রক্রিয়ার মাধ্যমে সিম সংখ্যা ধীরে ধীরে কমাবো। অনেক সময় এক ব্যক্তির আঙুলের ছাপ ব্যবহার করে অন্যরা একাধিক সিম রেজিস্ট্রেশন করে নেয়। এসব অবৈধ সিম দিয়ে অপরাধ ঘটানো হয়, কিন্তু দায় পড়ে সিমের মালিকের ওপর। এজন্য সিম রেজিস্ট্রেশন ব্যবস্থায় কঠোর নজরদারি আনা হচ্ছে।”

তিনি জানান, সরকারের লক্ষ্য আগামী নির্বাচনের আগে ব্যক্তিপর্যায়ে সিমের সংখ্যা সাতটিতে সীমিত করা। এরপর ধাপে ধাপে তা পাঁচটি, এবং সম্ভব হলে সর্বোচ্চ দুটি পর্যন্ত নামিয়ে আনা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।