Home Third Lead নিজের ব্যানার নিজেই নামালেন বিএনপি প্রার্থী এমরান

নিজের ব্যানার নিজেই নামালেন বিএনপি প্রার্থী এমরান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: ইসি’র নির্দেশে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা বাস্তবায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সচরাচর কর্মীদের দিয়ে কাজ করাতে দেখা গেলেও, এবার নির্বাচনী আচরণবিধি মেনে নিজের ব্যানার ও ফেস্টুন অপসারণে নিজেই মাঠে নামলেন এই বিএনপি নেতা।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমআর নামাজ শেষে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে এই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নিজ হাতে নিজের প্রচারণার ব্যানার ও ফেস্টুন নামিয়ে ফেলেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে তিনি এই কার্যক্রম চালাবেন বলে জানা গেছে।

ব্যানার অপসারণকালে এমরান আহমদ চৌধুরী বলেন, ‘‘১৭ বছর পর দেশে নির্বাচনের প্রকৃত পরিবেশ ফিরে এসেছে। এই পরিবেশকে পুরোপুরি সুষ্ঠু ও নিরপেক্ষ রাখা আমাদের সবার দায়িত্ব। আমরা নির্বাচন কমিশনের সব নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। তাই আমার দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান—সবাই নির্বাচন কমিশনের আদেশ-নিষেধ কঠোরভাবে মেনে চলবেন।’’

তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিলেট-৬ আসনের সাধারণ ভোটার ও সচেতন নাগরিকরা। তারা মনে করছেন, সব প্রার্থী যদি এমরান চৌধুরীর মতো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এগিয়ে আসেন, তবে এই জনপদে এক সুস্থ ও সুন্দর নির্বাচনি পরিবেশ তৈরি হবে।

গণসংযোগ ও দোয়া মাহফিল:
এর আগে বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে এক মতবিনিময় সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান চৌধুরী বলেন, ‘‘গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়নে বিএনপি ঐক্যবদ্ধ। কোনো চক্রান্তই কাজে আসবে না, আগামী নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, ইউপি সদস্য সাহেদ আহমদসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।