বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত জুটি সুতারিয়া ও বীর পাহাড়িয়া এবার খোলাখুলি প্রকাশ করলেন তাদের সম্পর্ক। দীর্ঘদিন ধরেই দু’জনকে একসঙ্গে হাত ধরাধরি করতে, ঘুরতে যেতে এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে একসাথে থাকতে দেখা যাচ্ছিল। তবে শনিবার তারা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
গণেশ পুজোর আনন্দে শহর উজ্জ্বল হয়ে উঠেছে, আর এই সময় তারা ভক্তদের সঙ্গে ছবি ভাগ করে নেন। সুতারিয়ার সোনালি শাড়ি, ঝলমলে ব্লাউজ ও হিরের হার ভক্তদের নজর কেড়েছে। বিশেষ করে একটি ছবি যেখানে দু’জনকে একসঙ্গে দেখা গেছে—পিঠ দিয়ে দাঁড়ানো সুতারিয়া, আর রাজকীয় লুকে সাদা কুর্তা-পাজামায় বীর।
সম্প্রতি তারা শহরে ডেট নাইটে নজর কেড়েছিলেন। সুতারিয়া অ্যানিম্যাল প্রিন্ট টপ ও কালো জ্যাকেট-শর্টস পরেন, আর বীর কালো টি-শার্ট ও ট্রাউজার্সে সহজ অথচ আভিজাত্যে ভরা লুক দেখান। এর আগে মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল, যেখানে বীরের সৌজন্যমূলক আচরণ ভক্তদের মধ্যে সম্পর্কের জল্পনা আরও বাড়িয়ে দেয়।
ফ্যাশন শোতে বীরের উদ্দেশ্যে সুতারিয়ার ‘ফ্লাইং কিস’ সেই গুঞ্জনকে নতুন মাত্রা দেয়।
এর আগে সুতারিয়ার দীর্ঘদিনের প্রেমিক আদর জৈনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত হতে হয়েছিল। আদরের নতুন সম্পর্কের খবর এবং ঘনিষ্ঠ বান্ধবী আলেখা আডবাণীর সঙ্গে তাঁর বিয়ে ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তবে এই ধাক্কার পর সুতারিয়া নতুন প্রেমের বরণ করলেন বীর পাহাড়িয়ার সঙ্গে, বলিউডের অন্দরে নতুন আলোচিত জুটি হিসেবে।