Home বিনোদন সুদীপ-পৃথার সম্পর্কে নতুন জল্পনা

সুদীপ-পৃথার সম্পর্কে নতুন জল্পনা

সুদীপ-পৃথা
বিনোদন ডেস্ক: পাঁচ মাস আগে আচমকা শোনা গিয়েছিল, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীর দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে। বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে সম্পর্কের টানাপোড়েনের কথা স্বীকার করেছিলেন সুদীপ। এরপর থেকেই তাঁরা আলাদা থাকলেও, মাঝেমধ্যেই একসঙ্গে ধরা দিয়েছেন নানা অনুষ্ঠানে।

সম্প্রতি পৃথা নিজের ফেসবুক স্টোরিতে স্বামী-সন্তানের সঙ্গে ভিডিয়োকলের একটি ছবি শেয়ার করতেই ফের আলোচনায় আসেন দু’জন। ছবিতে দেখা যাচ্ছে, ছেলেকে নিয়ে ব্যস্ত পৃথা, অপর প্রান্তে ভিডিও কলে রয়েছেন সুদীপ। সেই ছবির সঙ্গে পৃথা লিখেছেন— “তাড়াতাড়ি ফিরে এসো বাবা।”

এই এক ফ্রেমেই যেন নতুন করে প্রশ্ন উঁকি দিয়েছে— তবে কি সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? নাকি কেবল ছেলেকে কেন্দ্র করেই তাঁদের যোগাযোগ? এর আগে মে মাসে ছেলের জন্মদিনও একসঙ্গে উদযাপন করেছিলেন সুদীপ ও পৃথা।

ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, বিচ্ছেদের পর সুদীপ নতুন বাড়িতে থাকলেও, পুরনো বাড়িতেই রয়েছেন পৃথা ও তাঁদের দুই সন্তান। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য নাম ব্যবহার করতেও দেখা গিয়েছিল পৃথাকে। সব মিলিয়ে তাঁদের সম্পর্ক আসলে কোন জায়গায় দাঁড়িয়ে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

তবে এই প্রসঙ্গে মুখ খোলেননি সুদীপ বা পৃথা— ফলে প্রশ্নটা থেকেই যাচ্ছে: সত্যিই কি ফের এক হচ্ছেন তাঁরা, নাকি সম্পর্কটিকে এখন শুধুই সন্তানের সুরক্ষার জন্য টিকিয়ে রাখছেন?