Home বিনোদন সেলিব্রিটিদের শুভেচ্ছাবার্তা সোস্যাল মিডিয়ায়

সেলিব্রিটিদের শুভেচ্ছাবার্তা সোস্যাল মিডিয়ায়

Happy New Year! ২০২০ তে পা মানে নতুন দশকে পা। আই এই দশকের সূচনায় বেশ কয়েকজন সেলিব্রিটি কিছু অমূল্য ছবি সহ সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তদের জন্য আন্তরিক শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। সুপারস্টার রজনীকান্ত, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনিল কাপুর, সোনালি বেন্দ্রে, সুস্মিতা সেন এবং সারা আলি খান নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। রজনীকান্তের নববর্ষের শুভকামনা সহজ হলেও বেশ মিষ্টি। তিনি লিখেছেন, “প্রত্যেককে ২০২০ সালের শুভেচ্ছা রইল… ঈশ্বর মঙ্গল করুন।“ বিগ বি তার ২০১২ সালের দীপাবলি উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন যেখানে স্ত্রী জয়া বচ্চন এবং নাতনি আরাধ্য্যা, নব্যা নাভেলি নন্দা এবং নাতি অগস্ত্য নন্দাকেও দেখা যাচ্ছে। তিনি হিন্দিতে নিজের পোস্টের ক্যাপশনে লিখেছেন: “বর্ষ নব, হর্ষ নব, জীবন উত্কর্ষ নব।”