হেলথ ডেস্ক: সৌন্দর্যের প্রতি আকর্ষণ মানুষকে যুগ যুগ ধরে নতুন নতুন উপকরণের সন্ধান দিয়েছে। ত্বকের যত্ন থেকে শুরু করে চুল কিংবা নখ সবকিছুকেই আরও আকর্ষণীয় করে তুলতে এখন রয়েছে নানা আধুনিক পদ্ধতি। তার মধ্যে অন্যতম হলো নেল এক্সটেনশন। ঝলমলে, লম্বা এবং নিখুঁত দেখতে কৃত্রিম নখ যে কোনও উৎসব বা পার্টিতে সাজের মাত্রা বাড়িয়ে তোলে। কিন্তু এই আকর্ষণের আড়ালেই লুকিয়ে আছে এক বড় বিপদ নখে সোরিয়াসিস।
সোরিয়াসিসকে বলা হয় ত্বকের এক জটিল ও দীর্ঘস্থায়ী রোগ। একবার হলে তা সহজে যায় না, বরং ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন জায়গায়। শুধু ত্বকই নয়, মাথার ত্বক থেকে শুরু করে নখ পর্যন্ত আক্রান্ত হয়। চুলকানি, জ্বালা, ক্ষত কিংবা ছাল ওঠা—এসবই রোগীর জীবনকে দুর্বিষহ করে তোলে। চিকিৎসকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে কৃত্রিম নখ ও নখসজ্জায় ব্যবহৃত রাসায়নিক পদার্থই অনেকের নখে সোরিয়াসিসের কারণ হয়ে উঠছে।
নেল এক্সটেনশন করার সময় যে আঠা ও কেমিক্যাল ব্যবহার করা হয়, তার মধ্যে অ্যাসিটোন অন্যতম। এই রাসায়নিক পদার্থ দীর্ঘসময় ধরে নখে লেগে থাকলে অ্যালার্জি হয়, নখের চারপাশ কালো হয়ে যায়, নখ ফ্যাকাশে রঙ ধারণ করে, আর ত্বক শুকিয়ে খসখসে হয়ে যায়। শুধু তাই নয়, ওই অংশ সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এলে নখে সোরিয়াসিস হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়।
চর্মরোগ বিশেষজ্ঞ পুষ্পিতা মণ্ডল ব্যাখ্যা করেন, মানুষের ত্বকে প্রতি ২৮ দিনে একবার কোষ বদলের স্বাভাবিক প্রক্রিয়া ঘটে। মৃত কোষ ঝরে গিয়ে নতুন কোষ ওপরে উঠে আসে। কিন্তু রাসায়নিক পদার্থ এই স্বাভাবিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়। ফলে ত্বক অস্বাভাবিকভাবে পুরু হয়ে ওঠে বা অতিরিক্ত শুষ্ক হয়ে ফেটে যায়, ছাল ওঠে, চুলকানি ও জ্বালা হয়। আর এখান থেকেই শুরু হতে পারে সোরিয়াসিস।
চিকিৎসকদের পরামর্শ, নখের স্বাস্থ্য রক্ষায় কৃত্রিম নখ ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। মাঝেমধ্যে সাজসজ্জা করা যেতে পারে, তবে প্রতিদিন তা পরিধান করলে সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। নখ সবসময় শুকনো রাখতে হবে, কারণ ভেজা অবস্থায় নখের গোড়া পচে যেতে পারে। নিয়মিত গরম জলে নখ ভিজিয়ে রাখা ভালো, এতে জমে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস হয়। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি—প্রোটিন, ভিটামিন, ফাইবার ও কার্বোহাইড্রেট নখকে ভেতর থেকে শক্তি যোগায়।
অল্প সময়ের সাজসজ্জার লোভে যদি আজীবন ভোগানো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। তাই নখের যত্নে প্রাকৃতিক উপায়ই সবচেয়ে নিরাপদ। নখসজ্জা সৌন্দর্য বাড়ায় বটে, কিন্তু তার ছায়ায় লুকিয়ে থাকা সোরিয়াসিসের ভয়াবহতা এড়িয়ে যাওয়া উচিত নয়।