বিজনেসটুডে২৪ ডেস্ক: স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এসব ফোনে আগেই ইনস্টল থাকা অ্যাপক্লাউড নামের একটি অ্যাপ নাকি ব্যবহারকারীর অজান্তে চলে এমন ‘অপসারণযোগ্য নয় এমন ইসরায়েলি স্পাইওয়্যার’। বিষয়টি প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এসএমইএক্স দাবি করছে, অ্যাপক্লাউড মূলত ইসরায়েলভিত্তিক প্রতিষ্ঠান আয়রনসোর্স নির্মিত, যা এখন যুক্ত হয়েছে ইউনিটি কোম্পানির সঙ্গে। বাহ্যিকভাবে এই অ্যাপকে অ্যাপ প্রচারের ‘সিস্টেম অ্যাপ’ বলা হলেও, এসএমইএক্স-এর খোলা চিঠিতে অভিযোগ করা হয়েছে যে এটি অপারেটিং সিস্টেমের গভীরে একীভূত। ফলে সাধারণ ব্যবহারকারীর পক্ষে অ্যাপটি আনইনস্টল করা প্রায় অসম্ভব, কারণ তা করতে গেলে ফোন রুট করতে হয়। রুট করলে ওয়ারেন্টি বাতিল হওয়ার ঝুঁকি থাকায় নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বিতর্ক ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে নানা গুজবও ছড়াচ্ছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, অ্যাপটি অনুমতি ছাড়াই ফোনে অ্যাপ স্থাপন করে এবং ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে থাকতে পারে। এমন জল্পনাও শোনা যাচ্ছে যে চীনসহ কিছু দেশ এ ধরনের উদ্বেগের কারণে স্যামসাং ফোন বিক্রিতে সীমাবদ্ধতা আরোপ করতে পারে।
তবে এখন পর্যন্ত স্যামসাং আনুষ্ঠানিকভাবে অ্যাপক্লাউডকে স্পাইওয়্যার হিসেবে স্বীকার করেনি। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ব্যবহারকারীদের জন্য অ্যাপটি মুছে ফেলার সুবিধা দেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবতে পারে বলে আলোচনায় এসেছে, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
গোপনীয়তা ও ডেটা নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় স্যামসাংয়ের ফোনে এ ধরনের অভিযোগ কোম্পানির জন্য বড় ধরনের জনসংযোগ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।










