Home আন্তর্জাতিক প্রচণ্ড গরমে হজ এবারেই শেষ, শীতল আবহাওয়ায় আগামী বছর থেকে

প্রচণ্ড গরমে হজ এবারেই শেষ, শীতল আবহাওয়ায় আগামী বছর থেকে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: আগামী বছর থেকে হজ মওসুমে আবহাওয়া থাকবে শীতল। পর্যায়ক্রমে প্রতি বছর আরও আরামদায়ক আবহাওয়ায় হজ সম্পন্ন করা সম্ভব হবে। গ্রীষ্মকালে হজ মওসুম এবারে শেষ হয়ে যাবে। এরপর প্রতিবছর ধীরে ধীরে ঠান্ডা মাসেই হবে হজ মওসুম। যা হজযাত্রীদের জন্য আরও আরামদায়ক ও স্বাস্থ্যকর অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বিশেষজ্ঞদের মতে, ইসলামী চান্দ্র বর্ষপঞ্জী অনুযায়ী হজের তারিখ প্রতিবছর ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে। ফলে ২০২৫ সালের পর হজের সময়কাল ধীরে ধীরে শরৎ ও শীতকালীন মাসে চলে আসবে। ২০২৬ সাল থেকে হজ অনুষ্ঠিত হবে মে মাসের শেষে বা জুনের শুরুর দিকে, এবং পরবর্তী বছরগুলোতে এপ্রিল, মার্চ ইত্যাদি সময়ে এসে ঠেকবে। এর ফলে সৌদি আরবের প্রচণ্ড গরমের মধ্যে হজ পালন করা আর প্রয়োজন হবে না। বয়স্ক এবং দুর্বল হজযাত্রীদের জন্য বড় স্বস্তির সংবাদ এটা।

গ্রীষ্মকালীন হজে উচ্চ তাপমাত্রা (৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি) এবং খরার মধ্যে দীর্ঘ সময় ধরে হাঁটাহাঁটি ও ধর্মীয় আচার সম্পাদন হজযাত্রীদের জন্য চরম শারীরিক চ্যালেঞ্জ তৈরি করত। প্রতিবছর হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, ক্লান্তিজনিত অসুস্থতার মতো ঘটনার সংখ্যা বেড়ে যেত। সৌদি সরকার যদিও এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচুর শীতলীকরণ ব্যবস্থা, পানির স্টেশন ও চিকিৎসা ক্যাম্প স্থাপন করেছিল, তবুও গরমের প্রকোপ হজযাত্রীদের জন্য বড় একটি ঝুঁকি হয়ে থাকত।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “আমরা আশা করছি, ২০২৫ সালের পর হজের আবহাওয়া ক্রমশ ঠান্ডা হবে, ফলে হজযাত্রীরা আরও নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ধর্মীয় কর্তব্য পালন করতে পারবেন। এটি শুধুমাত্র স্বাস্থ্যের দিক থেকে নয়, সামগ্রিক হজ ব্যবস্থাপনাকেও আরও সহজ করে তুলবে।”

এ বছরও সৌদি আরব হজযাত্রীদের সুবিধার জন্য উন্নততর পরিবহন ব্যবস্থা, আরও আধুনিক ‘নুসুক কার্ড’, এবং বহুভাষিক স্মার্ট গাইড ই-সেবা চালু করেছে, যাতে প্রত্যেক হজযাত্রী তাদের সফরকে আরও সুসংগঠিত ও নির্বিঘ্ন করতে পারেন।

বিশ্বের প্রায় ২০ লক্ষ মুসলমান ২০২৫ সালের এই গুরুত্বপূর্ণ হজে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। অনেকেই এটিকে “শেষ গ্রীষ্মের হজ” হিসেবে একটি স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

এবারের হজ মৌসুমের সূচনা হয়েছে গতকাল সোমবার। প্রথম ফ্লাইটটি পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা থেকে। আজ পাকিস্তান ও ভারতের হজযাত্রীদের প্রথম দল পৌঁছার কর্মসূচি রয়েছে। বাংলাদেশ থেকে হাজিদের প্রথম দল সোমবার দিবাগত মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা হয়ে ইতিমধ্যে পৌঁছে গেছে।

পাকিস্তান থেকে হজ ফ্লাইট অপারেশন আজ শুরু হয়েছে।  প্রথম দিনে ছয়টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বছর প্রায় ৮৯,০০০ পাকিস্তানি হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন, যার মধ্যে ৫০,৫০০ জন ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর আওতায় থাকবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ‘নুসুক কার্ড’ বিতরণ। এই কার্ডের মাধ্যমে হজযাত্রীরা তাদের পরিচয় নিশ্চিত করতে পারবেন এবং হজের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এ পর্যন্ত ১,৫০,০০০-এর বেশি নুসুক কার্ড বিতরণ করা হয়েছে।

হজ ২০২৫ সালের ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।