Home বিনোদন হলিউডে বিভাজন: ইসরায়েলি প্রতিষ্ঠান বয়কট ঘিরে পাল্টাপাল্টি চিঠি

হলিউডে বিভাজন: ইসরায়েলি প্রতিষ্ঠান বয়কট ঘিরে পাল্টাপাল্টি চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার ডাক ঘিরে হলিউডে তৈরি হয়েছে ব্যাপক বিভাজন। একদিকে ৫ হাজারের বেশি শিল্পী ও চলচ্চিত্রকর্মী ইসরায়েলের গণহত্যা ও বর্ণবৈষম্য সমর্থনের অভিযোগে এসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে নতুন এক চিঠিতে এক হাজার ২০০’র বেশি হলিউড ব্যক্তিত্ব বয়কটের এই উদ্যোগকে প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার প্রকাশিত চিঠিটি দিয়েছে Creative Community For Peace এবং The Brigade। এতে স্বাক্ষর করেছেন অভিনেতা লিভ শ্রাইবার, মায়িম বিয়ালিক, শ্যারন ওসবোর্নসহ আরও অনেকে। চিঠিতে বলা হয়েছে, “আমরা চুপ থাকতে পারি না, যখন গল্পকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, যখন মিথ্যাকে ন্যায়বিচারের আড়ালে লুকানো হয়, এবং যখন শিল্পীদের ভ্রান্ত পথে চালিত করে ইহুদিবিরোধী প্রচারণা জোরদার করা হয়।”

চিঠিতে পূর্বের বয়কট ঘোষণাকে “ভুল তথ্যনির্ভর, সেন্সরশিপের পক্ষে এবং শিল্পের ধ্বংস ডেকে আনে” বলে অভিহিত করা হয়েছে। স্বাক্ষরকারীরা বয়কটের আহ্বানকে “বৈষম্যমূলক ও ইহুদিবিরোধী” আখ্যা দিয়ে বিনোদন শিল্পকে এটি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, বয়কট ঘোষণাটি “ইসরায়েলের ভিন্নমতাবলম্বী কণ্ঠস্বরকে মুছে দেয়, মিথ্যাকে বৈধতা দেয় এবং হামাসকে দায়মুক্ত করে।” চিঠিতে বয়কটের স্বাক্ষরকারীদের উদ্দেশে বলা হয়েছে, “আপনারা যদি শান্তি চান, তবে অবিলম্বে অবশিষ্ট জিম্মিদের মুক্তির দাবি তুলুন এবং হামাসের বিরুদ্ধে অবস্থান নিন।”

এই পাল্টা চিঠিতে প্রথম সারির তারকাদের সংখ্যা কম হলেও শিল্প অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন প্যারামাউন্ট গ্লোবালের চেয়ারম্যান শেরি রেডস্টোন, ম্যাটেলের চেয়ারম্যান ও সিইও ইনন ক্রেইজ, ‘উইল অ্যান্ড গ্রেস’-এর স্রষ্টা ডেভিড কোহান, এবং ফক্স এন্টারটেইনমেন্ট গ্লোবালের সিইও ফার্নান্দো শিউ

অন্যদিকে, ইসরায়েলি প্রতিষ্ঠানের বয়কটের পক্ষে মূল অঙ্গীকারনামাটি প্রকাশ করেছে Film Workers for Palestine। এতে বলা হয়, “যেসব প্রতিষ্ঠান গণহত্যা ও বর্ণবৈষম্যকে সাফাই দেয় কিংবা এসব অপরাধে জড়িত সরকারের সঙ্গে অংশীদার হয়, তারা সরাসরি সহযোগী।”

এই অঙ্গীকারে স্বাক্ষর করেছেন হলিউডের শীর্ষ তারকা মার্ক রাফালো, জাভিয়ের বারডেম, অলিভিয়া কোলম্যান, ইলানা গ্লাজার, ইন্দিরা ভার্মা, মেরি এলিজাবেথ উইনস্টেড, আয়ো এডেবিরি, বাসেম ইউসুফ, সুসান সারান্ডন, ব্রায়ান কক্স, টিল্ডা সুইন্টন, সিনথিয়া নিকসনসহ অসংখ্য তারকা।

Filmmakers for Palestine পাল্টা চিঠিটিকে “প্রচ্ছন্নভাবে ফিলিস্তিনবিরোধী বর্ণবাদ” বলে আখ্যা দিয়েছে।

এদিকে, Paramount Studios আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা বয়কট উদ্যোগের সঙ্গে একমত নয়। তাদের মতে, “জাতীয়তার ভিত্তিতে কোনো শিল্পীকে চুপ করানো শান্তির পথে সহায়ক নয়। বরং আমাদের আরও বেশি সংলাপ ও যোগাযোগের প্রয়োজন।”

তবে বয়কট ঘোষণায় স্পষ্ট করা হয়েছে, এটি ইসরায়েলি ব্যক্তিদের বিরুদ্ধে নয়, বরং সেসব প্রতিষ্ঠানকে লক্ষ্য করে যেগুলো ফিলিস্তিনি গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এটি ইসরায়েলের বিরুদ্ধে সাংস্কৃতিক বয়কটের সাম্প্রতিক ধারাবাহিকতারই অংশ।