Home বিনোদন আধ্যাত্মিকতার পথে জ্যাকলিন, ‘হাউসফুল ৫’-এর পর নতুন মোড় জীবনে

আধ্যাত্মিকতার পথে জ্যাকলিন, ‘হাউসফুল ৫’-এর পর নতুন মোড় জীবনে

জ্যাকলিন। ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ় অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘হাউসফুল ৫’, যেখানে তাঁর সঙ্গে পর্দা ভাগ করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফখরি ও চিত্রাঙ্গদা সিংহ। ছবিটি দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, আলোচনার কেন্দ্রে এখন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন।

চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের কারণে বহুবার শিরোনামে উঠে এসেছেন জ্যাকলিন। আর্থিক দুর্নীতির অভিযোগে সুকেশ বর্তমানে সংশোধনাগারে থাকলেও, সেখান থেকেই প্রেমিকাকে উপহার ও বিলাসিতায় ভরিয়ে দিয়েছেন তিনি। তবে এবার মোহমায়া থেকে মুখ ফিরিয়ে আধ্যাত্মিকতার পথে পা বাড়ালেন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বই ছেড়ে বেঙ্গালুরুতে অবস্থিত আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করের আশ্রমে যান জ্যাকলিন। সেখানে গুরুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং আশ্রমের পরিবেশে নিজেকে সম্পূর্ণভাবে মগ্ন করেন। সমাজমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, গোলাপি সালোয়ার কামিজ়ে সজ্জিত, প্রসাধনহীন এক শান্ত জ্যাকলিন গুরুর আশীর্বাদ নিচ্ছেন। তিনি লেখেন, “আমার হৃদয় ভরে গিয়েছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।”

আশ্রমে তিনি শুধু গুরুর সান্নিধ্যেই থেমে থাকেননি, সময় কাটিয়েছেন বাছুর, হাতি, ঘোড়া ও ষাঁড়দের সঙ্গে। শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলতে দেখা গেছে তাঁকে। সব মিলিয়ে, বলিউডের ঝলমলে দুনিয়া থেকে কিছুটা দূরে গিয়ে এক নতুন অভিজ্ঞতায় নিজেকে সমর্পণ করেছেন জ্যাকলিন।

উল্লেখ্য, ‘হাউসফুল ৫’ মুক্তির পর জ্যাকলিনকে দেখা যাবে আহমেদ খানের পরিচালনায় আসন্ন ছবি ‘জঙ্গল’-এ, যেখানে তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছেন অক্ষয় কুমার ও দিশা পটানি

“বলিউডের গ্ল্যামার ছেড়ে এবার প্রকৃতির সান্নিধ্যে—কেন এই পরিবর্তন?”

. “আপনার মতামত দিন—জ্যাকলিনের এই পদক্ষেপ কি আপনাকেও অনুপ্রাণিত করে?”