বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেলের দিকে ঢাকার আজিমপুর দায়রা শরিফ এলাকায় নীরবতা ভেঙে যায় যৌথ বাহিনীর হঠাৎ অভিযানের ফলে। লক্ষ্য ছিল সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বহুতল ভবন ‘গুলশানারা মাসুদা টাওয়ার’।
অভিযান সূত্রে জানা গেছে, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একটি গোপন কক্ষ থেকে মোট ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে স্পষ্টভাবে সংসদ সদস্যের লোগোও দেখা গেছে। এ ধরনের অবৈধ সংরক্ষণ ক্ষমতার প্রতীক হিসেবে ধরা হচ্ছে।
অভিযান চলাকালীন ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান সাংবাদিকদের বলেন, “অভিযানটি যৌথ বাহিনী পরিচালনা করছে। পুলিশ সরাসরি অংশগ্রহণ করেনি। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অভিযান সম্পন্ন হয়েছে।”
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে থাকা গোপন কক্ষে গাড়িগুলি দীর্ঘ সময় ধরে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন এই গাড়িগুলি সেখানে রাখা হয়েছিল, তা এখনও নিশ্চিত হয়নি। অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।