আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, হামাস ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি ঘোষণা এবং বন্দিদের মুক্তি। এই চুক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা সংঘাত সমাধানের প্রথম ধাপ হিসেবে ধরা হচ্ছে।
উভয় পক্ষের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে মিশরের সৈকত শহর শার্ম এল-শেখে অপ্রত্যক্ষ আলোচনার মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি ঘোষণা করা মাত্রই এটি প্যালেস্টিনিয়ান ও ইসরায়েলি উভয় জনগণের মধ্যে উদযাপনের সৃষ্টি করেছে।
চুক্তির মূল বিষয়াবলী হলো বন্দিদের মুক্তি এবং গাজায় সাহায্য প্রবাহ বৃদ্ধি। এটি টেল অবিভ থেকে শুরু হওয়া হামাসের ২০২৩ সালের অক্টোবর মাসের হামলার পর দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পরিপ্রেক্ষিতে গৃহীত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চুক্তি অনুমোদন হলে তা কার্যকর হবে। অনুমোদনের জন্য আজ একটি নিরাপত্তা কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসরায়েলি সরকারের এক মুখপাত্র চুক্তি স্বাক্ষর নিশ্চিত করে বলেন, কেবিনেট বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর গাজায় বন্দি থাকা সবাইকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া হবে।
এক সূত্র জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনারা পশ্চাদপদন শুরু করবে। অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, হামাসের দখলে থাকা ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তবে মুক্তিপ্রাপ্ত প্যালেস্টিনিয়ান বন্দিদের মধ্যে মারওয়ান বারঘুতি থাকবেন না।
চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হামাস সব বন্দিকে মুক্তি দেবে এবং ইসরায়েল সেনারা নির্ধারিত সীমান্তে পশ্চাদপদন করবে।
হামাস ২০ জন জীবিত বন্দির বিনিময়ে প্রায় ২,০০০ প্যালেস্টিনিয়ান বন্দিকে মুক্তি দেবে।
মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে ২৫০ জনের জীবনব্যাপী কারাদণ্ড এবং বাকিরা যুদ্ধ শুরুর পর ইসরায়েল দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল।
চুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন হবে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রধান স্টাফ ইয়াল জামির সেনাদের শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুত রাখতে এবং বন্দিদের ফেরত আনার সময় সংবেদনশীল ও পেশাদারীভাবে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম Truth Social-এ লিখেছেন, “আমি অত্যন্ত গর্বিত ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ স্বাক্ষর করেছে। এর অর্থ হলো সকল বন্দিকে খুব শিগগিরি মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তাদের সেনাদের নির্ধারিত সীমান্তে পশ্চাদপদন করবে। এটি শক্তিশালী, স্থায়ী এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।”
তিনি কাতার, মিশর এবং তুরস্ককে মধ্যস্থতার জন্য ধন্যবাদও জানিয়েছেন। ট্রাম্প যোগ করেন, “শান্তির জন্য কাজ করা মানুষদের আশীর্বাদ!”
Watch as Donald Trump is handed a note by Marco Rubio during an event at the White House.
He tells reporters: 'I was just given a note saying that we're very close to a deal in the Middle East and they're going to need me pretty quickly'https://t.co/n5edP0ayFu
📺 Sky 501 pic.twitter.com/iCKA1W5Gdu
— Sky News (@SkyNews) October 8, 2025