Home আবহাওয়া চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা, হিটস্ট্রোকে কৃষকের প্রাণহানি

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা, হিটস্ট্রোকে কৃষকের প্রাণহানি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চুয়াডাঙ্গা: দামুড়হুদায় হিট স্ট্রোকে মারা গেছেন একজন কৃষক। মৃত কৃষকের নাম জাকির হোসেন (৩৩)। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে।  পেশায় ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ধানের জমিতে সেচ দেওয়ার সময় মাঠে স্ট্রোক করে জাকির। অন্য কৃষকরা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জাকিরের মৃত্যু হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা জানান, এক রোগী স্ট্রোকজনিত কারণে হাসপাতালে আসে। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছে, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না হওয়া পর্যন্ত এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ৪ দিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তার সাথে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা ৯ দিন ধরে। এধারা আরও কিছুদিন অব্যহত থাকতে পারে।