Home বিনোদন আত্মহত্যার চেষ্টা থেকে সরে এসে ফেসবুকে লাইভ হিরো আলম

আত্মহত্যার চেষ্টা থেকে সরে এসে ফেসবুকে লাইভ হিরো আলম

বিনোদন ডেস্ক: কয়েক মাস ধরেই হিরো আলম ও তাঁর স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা চলছিল। সম্প্রতি হিরো আলম অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন। এই ঘটনায় সামাজিক মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হয়।

এরই মধ্যে বুধবার (১৩ আগস্ট) বিকেলে হিরো আলমকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। হিরো আলম নিজেই ফেসবুকে এই তথ্য জানান। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া পরিবারের পক্ষ থেকেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে স্ত্রী রিয়া মনির কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ার পর হিরো আলম আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন। তবে পরিবারের এবং সন্তানদের অনুরোধে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরে তিনি ফেসবুকে সন্তানদের নিয়ে একটি লাইভ ভিডিও শেয়ার করে এসব কথা জানান।

হিরো আলম প্রথম পোস্টে লিখেছিলেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—মেনে নিতে পারলাম না। আমি রিয়াল (সত্যি) ছিলাম।” পরের পোস্টে তিনি বলেন, “আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।”

এই ঘটনায় ভক্ত ও নেটিজেনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারও বর্তমানে হিরো আলমের স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিকে মনোযোগ দিয়েছেন।