Home সারাদেশ হিলিতে ওয়েব্রিজের প্রতিবাদে মানববন্ধন

হিলিতে ওয়েব্রিজের প্রতিবাদে মানববন্ধন

হিলিতে মানববন্ধন

হিলি ( দিনাজপুর ) থেকে মোঃ নুরুজ্জামান হোসেন: হিলিতে জনবসতি ও ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করে ওয়েব্রিজ নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে উচ্ছেদ অতঙ্কে থাকা এলাকার মানুষ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হিলি চারমাথা মোড়ে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা রজিব উদ্দিন ও সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ মন্ডল অভিযোগ করে বলেন, হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় সরকারী ভাবে এক্সেল লোড নিয়ন্ত্রন কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে।

এই এক্সেল লোড নিয়ন্ত্রন কেন্দ্র প্রকল্প বাস্তাবয়ন হলে এলাকা বহুতল ভবনসহ শতাধিক পরিবার বস্তুহারা হয়ে পড়বে। সেই সাথে তিন শতাধিক দোকান-পাট, সিএন্ডএফ এজেন্ট অফিস, আবাসিক হোটেলসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্থাপনা উচ্ছেদের আওতায় পড়বে।

সংবাদ সম্মেলন

তাই প্রকল্পটি ঘন জনবসতি এলাকায় বাস্তাবয়ন না করে অন্যত্র সরিয়ে নেয়ার জোর দাবি জানানো হয়। এসময় স্থানীয় বাসিন্দা তোরাব হোসেন মুন্সি, ওবাইদুর রহমান, নবিবুল ইসলাম, হারুন উর রশিদ হারুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে বন্দরের চোরমাথা সড়কে এক মানবন্ধন  হয়। মানবন্ধনে উচ্ছেদ আতঙ্কে থাকা লোক জনের পাশাপশি স্থানীয় লোকজন অংশ গ্রহণ করে।