বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন—এমন গুঞ্জন ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়েছে। হুমার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিনের প্রেমিক এবং তাঁর অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে তিনি বাগদান সারেছেন।
বলিউডে বহু তারকার অভিনয় প্রশিক্ষক হিসেবে পরিচিত রচিত সিং, যেমন আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল প্রমুখের অভিনয় নিয়ে কাজ করেছেন। হুমার সঙ্গে তাঁদের সম্পর্কও দীর্ঘদিনের। এই সম্পর্ক প্রথম আলোচনায় আসে সঙ্গীতশিল্পী আকাশা সিংয়ের একটি পোস্টের মাধ্যমে। এরপর হুমা ও রচিতকে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়, যেখানে তাঁরা গোলাপী পোশাকে সেজেছিলেন। সম্প্রতি একটি জন্মদিনের অনুষ্ঠানে দু’জনকে আবারও একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে বিস্তর চর্চার বিষয় হয়েছে।
হুমা কুরেশি, যিনি ১৯৮৭ সালের ২৮ জুলাই জম্মুতে জন্মগ্রহণ করেছেন, টলিউড ও বলিউড উভয়েই সমান পরিচিতি অর্জন করেছেন। ২০১২ সালে “গ্যাংস্টার” সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তিনি “রাজি”, “কুইন”, “স্যান্ড স্টর্ম” এবং “উড্ডতা পাকিস্তান” সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনয়ের জন্য বহুবার প্রশংসিত হয়েছেন এবং বিভিন্ন অ্যাওয়ার্ডে নামও পেয়েছেন। হুমা একাধারে মডেল ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়।
যদিও এই বাগদানের বিষয়ে হুমা বা রচিত এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি, অনুরাগীরা আশা করছেন শীঘ্রই তাঁরা এই খুশির সংবাদ প্রকাশ করবেন।










