Home আকাশ পথ উত্তরকাশীতে গভীর গিরিখাতে হেলিকপ্টার, ৬ জন নিহত

উত্তরকাশীতে গভীর গিরিখাতে হেলিকপ্টার, ৬ জন নিহত

ছবি সংগৃহীত

এভিয়েশন ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গনানি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দেরাদুনের সাহস্ত্রধারা হেলিপ্যাড থেকে ছেড়ে যাওয়া হেলিকপ্টারটি হরশিল হয়ে গঙ্গোত্রীধাম যাচ্ছিল। সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গঙ্গোত্রী জাতীয় সড়কের কাছাকাছি গঙ্গনানির পাশে এটি ভেঙে পড়ে। খবর পাওয়া মাত্রই পুলিশ, এসডিআরএফ, দমকল, চিকিৎসক এবং অন্যান্য উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি হেলি অ্যারোট্রান্স কোম্পানির মালিকানাধীন। এতে মোট সাতজন যাত্রী ছিলেন। তাদের ছয়জন যাত্রী ও একজন পাইলট। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ পাইলট রয়েছেন। আহত ৫১ বছর বয়সী এক ব্যক্তি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে, তিনি চিকিৎসাধীন।

উত্তরকাশী জেলা পুলিশ জানায়, ছয়জন যাত্রীর মধ্যে চারজন মুম্বাই এবং দুইজন অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলেন। হেলিকপ্টারটি চরম দুর্গম এক গিরিখাতে পড়ে যায়, যার গভীরতা প্রায় ২০০ থেকে ২৫০ মিটার।

এসডিআরএফ-এর এক বিবৃতিতে বলা হয়, “সকাল ৮টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ভাটওয়ারি পোস্ট থেকে একটি দল এবং উজেলি পোস্ট থেকেও আরেকটি উদ্ধারকারী দল পাঠানো হয়। হেলিকপ্টারটি একটি গভীর গিরিখাতে পড়ে ছিল। উদ্ধারকারীরা সেখানে বেস ক্যাম্প স্থাপন করে নিচে নেমে উদ্ধার কাজ শুরু করেন। হেলিকপ্টারের পাইলট ছিলেন ক্যাপ্টেন রবিন সিং।”

চর ধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ গঙ্গোত্রীধামের উদ্দেশে যাচ্ছিল এই হেলিকপ্টারটি। দুর্ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।