গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে ‘বরবাদ’, ‘দাগী’ ও ‘জংলি’ হলে টিকতে পেরেছে, টেনেছে দর্শক। এখনো এগুলো চলমান রয়েছে বিভিন্ন সিনেপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহে। এরইমধ্যে নতুন উত্তেজনা শুরু হয়ে গেছে কোরবানির ঈদের সিনেমা ঘিরে। কারণ, বছরের দুই ঈদই সিনেমা ব্যবসার জন্য সোনালি সময়।
বিনোদন ডেস্ক:
গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে ‘বরবাদ’, ‘দাগী’ ও ‘জংলি’ হলে টিকতে পেরেছে, টেনেছে দর্শক। এখনো এগুলো চলমান রয়েছে বিভিন্ন সিনেপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহে। এরইমধ্যে নতুন উত্তেজনা শুরু হয়ে গেছে কোরবানির ঈদের সিনেমা ঘিরে। কারণ, বছরের দুই ঈদই সিনেমা ব্যবসার জন্য সোনালি সময়।
এবার সেই সুযোগে প্রেক্ষাগৃহ দখলে ঝাঁপিয়ে পড়ছে অন্তত ৯টি নতুন সিনেমা। বড় পর্দায় শোরগোল তোলার প্রস্তুতি নিয়ে প্রযোজক-পরিচালকরা শুরু করে দিয়েছেন জোর প্রচারণা।
ঘোষণা পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে—
‘তাণ্ডব’: রায়হান রাফীর পরিচালনায় শাকিব খান ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের প্রথম জুটি। অ্যাকশনধর্মী এ ছবি সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ পেতে পারে বলে ধারণা।
‘নীলচক্র’: দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী। পরিচালনায় মিঠু খান।
‘ইনসাফ’: সঞ্জয় সমদ্দারের ছবিতে থাকছেন মোশাররফ করিম, শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত অ্যাকশনধর্মী ছবি এটি। ফারিণের বাণিজ্যিক ছবিতে অভিষেক ঘটছে এতে।
‘এশা মার্ডার: কর্মফল’: পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। ছবিটি পরিচালনা করছেন সানী সানোয়ার।
‘টগর’: নাট্যনির্মাতা আলোক হাসানের প্রথম সিনেমা। আদর আজাদ ও পূজা চেরী থাকছেন প্রধান ভূমিকায়।
‘নাদান’: পাহাড়ি ডাকাত ও পুলিশ বাহিনীর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত ছবিতে অ্যাকশন হিরো রূপে থাকছেন শ্যামল মাওলা। পরিচালনায় ফরহাদ হোসাইন।
‘উৎসব’: তানিম নূরের তারকাসমৃদ্ধ এই ছবিতে নব্বই দশকের পরিচিত মুখের সঙ্গে থাকছেন এ সময়ের অভিনেতারাও—জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি প্রমুখ।
‘গোঁয়ার’: রাসেল মিয়া ও জলি অভিনীত এই ছবির পরিচালনায় রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব।
‘সরদার বাড়ির খেলা’: রোশান ও বুবলী আবার জুটি হয়ে ফিরছেন রাখাল সবুজ পরিচালিত এই ছবিতে।
চলচ্চিত্রাঙ্গনের প্রত্যাশা, আসন্ন ঈদে এই ন’টি ছবির দ্বন্দ্ব হবে জমজমাট। কোনটি জিতবে দর্শকের মন—তা দেখার জন্য অপেক্ষা এখন সময়ের।