Home আকাশ পথ বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

অজিত পাওয়ার

আরও ৫ জনের মৃত্যু

এভিয়েশন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া। আজ বুধবার সকালে পুনে জেলার বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি (NCP) প্রধান অজিত পাওয়ার। ৬৬ বছর বয়সি এই নেতার সঙ্গে বিমানে থাকা আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।

সংগৃহীত ছবি
স্থানীয় প্রশাসন ও ডিজিসিএ (DGCA)-এর তথ্য অনুযায়ী, আজ সকাল আনুমানিক ৮:৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। অজিত পাওয়ার একটি চার্টার্ড বিমানে (Learjet 45) মুম্বই থেকে বারামতীতে আসছিলেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনের জনসভায় যোগ দিতে। অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং সাথে সাথেই তাতে দাউদাউ করে আগুন ধরে যায়।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বিমানে মোট ৬ জন আরোহী ছিলেন:
অজিত পাওয়ার (উপমুখ্যমন্ত্রী)
২ জন নিরাপত্তা কর্মী ও সহকারী
২ জন পাইলট (পাইলট-ইন-কমান্ড এবং ফার্স্ট অফিসার)
১ জন ক্রু সদস্য
ঘটনাস্থলে উপস্থিত দমকল ও উদ্ধারকারী দল দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। তবে বিমানের ধ্বংসাবশেষ থেকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বারামতীর স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা সকলকে মৃত ঘোষণা করেছেন।
অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা (DGCA) এই দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। বারামতী বিমানবন্দরের ম্যানেজার জানিয়েছেন, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশে ছিটকে পড়েছিল। ঠিক কী কারণে এই যান্ত্রিক গোলযোগ দেখা দিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
শোকের আবহ
অজিত পাওয়ারের এই আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস গভীর শোক প্রকাশ করেছেন। বারামতীর রাজনৈতিক মহলে এবং গোটা রাজ্যে বর্তমানে নিস্তব্ধতা বিরাজ করছে। শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র এবং রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতার এই বিয়োগান্তক বিদায় ভারতীয় রাজনীতিতে এক বড় শূন্যতা তৈরি করল।