আন্তর্জাতিক ডেস্ক: চীনের অটোমোবাইল শিল্পে অভূতপূর্ব প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের প্রথম ১১ মাসে দেশটিতে গাড়ি উৎপাদন এবং বিক্রি উভয়ই গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত শিল্প তথ্যে এই চিত্র উঠে এসেছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত চীনে মোট গাড়ির উৎপাদন ও বিক্রির সংখ্যা ৩ কোটি ১০ লাখ (৩১ মিলিয়ন) ইউনিট ছাড়িয়ে গেছে।
নভেম্বরে ইতিহাসের সর্বোচ্চ উৎপাদন
বিশেষ করে নভেম্বর মাসটি চীনের গাড়ি শিল্পের জন্য ছিল ঐতিহাসিক। তথ্যে দেখা গেছে, কেবল নভেম্বরেই মাসিক গাড়ি উৎপাদনের পরিমাণ প্রথমবারের মতো ৩৫ লাখ (৩.৫ মিলিয়ন) ইউনিট অতিক্রম করেছে। এর আগে এক মাসে এত বিপুল সংখ্যক গাড়ি কখনোই উৎপাদিত হয়নি।
বিশেষজ্ঞদের মতে, চীনের অভ্যন্তরীণ বাজারের চাহিদা বৃদ্ধি এবং বিশ্ববাজারে চীনা গাড়ির—বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির (EV)—রপ্তানি বৃদ্ধি এই রেকর্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে। উৎপাদন ও বিক্রির এই উর্ধ্বমুখী গ্রাফ ২০২৫ সাল শেষে দেশটির অটোমোবাইল খাতকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
একনজরে মূল তথ্য:
সময়কাল: জানুয়ারি-নভেম্বর, ২০২৫
মোট উৎপাদন ও বিক্রি: ৩ কোটি ১০ লাখেরও বেশি।
প্রবৃদ্ধি: ১০ শতাংশের বেশি (গত বছরের তুলনায়)।
নভেম্বরের রেকর্ড: এক মাসে ৩৫ লাখেরও বেশি গাড়ি উৎপাদন।










