বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা–ছেলেসহ তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের মা ও ছোট মেয়ে। দুর্ঘটনায় একই পরিবারের আনন্দঘন ভ্রমণ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় দ্রুতগতির বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানি ঘটে। নিহতরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার পাঁচ বছরের শিশু ছেলে বিপ্লব চন্দ্র দাস এবং অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহতরা হলেন বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রুপা মনি দাস।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। ভোরে ঢাকা থেকে বাসে নেমে অটোরিকশাযোগে গন্তব্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মুহূর্তেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই চালক শুকুর আলী প্রাণ হারান। পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার শিশু ছেলে বিপ্লব মারা যান। গুরুতর আহত মমতা রানী ও তার মেয়ে রুপা মনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এ দুর্ঘটনায় শোকে মুহ্যমান বিপুলের গ্রাম কুঠিবাড়ি ও নিহত চালকের এলাকা সুলতানপুরে নেমে এসেছে গভীর শোকের ছায়া।