Home সারাদেশ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ডুবে গেল ফেনী শহর

মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ডুবে গেল ফেনী শহর

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: ফেনী শহরে টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি বর্ষা মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ। এই অতিবর্ষণের কারণে শহরের প্রধান প্রধান সড়ক হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী শ্রেণি।

ফেনী শহরের পাঠানবাড়ি, রামপুর, কলেজ রোড, নাজির রোড, মিজান রোড, একাডেমি সড়কসহ অধিকাংশ এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পানি ওঠায় পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। স্থানীয় দোকানপাট ও বাজার এলাকায় বৃষ্টির পানি ঢুকে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। দোকানদাররা জানান, সকালে দোকান খুলে দেখেন ভেতরে পানি ঢুকে গেছে, পণ্যের ক্ষতি হয়েছে।

শহরের মধ্য দিয়ে প্রবাহিত সিলোনিয়া নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। একই সঙ্গে মুহুরী ও কহুয়া নদীর পানি বাড়তে শুরু করেছে। ফুলগাজী উপজেলার মুহুরী নদীর পাড়ে ভাঙন দেখা দেওয়ায় অন্তত দুটি দোকান নদীতে বিলীন হয়েছে বলে জানা গেছে। পানির তোড়ে ফুলগাজী-রাজেশপুর সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে।

ফেনী পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় রয়েছে। প্রস্তাবিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নের বিলম্ব ও অপরিকল্পিত নগরায়ণের কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এবারের অতিবৃষ্টি আরও বড় সংকট তৈরি করেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি বৃদ্ধির ফলে বাঁধে চাপ তৈরি হচ্ছে। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলে নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে ফেনী ও পার্শ্ববর্তী অঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শহরের বাসিন্দারা বলছেন, প্রতিবছর বর্ষায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অথচ স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জানিয়েছেন।

ফেনী শহরে এই অতিবৃষ্টি শুধু জনদুর্ভোগই নয়, অর্থনীতিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। ক্ষুদ্র ব্যবসা, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহন খাতের ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।