বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ওষুধ কোম্পানিগুলো নানাভাবে প্রভাব বিস্তার করে তাদের উদ্দেশ্য হাসিল করছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নুরজাহান বেগম বলেন, “উচ্চ রক্তচাপ শুধু ডাক্তার বা সরকারের বিষয় নয়, এটা আমাদের সবার বিষয়। কেন হাইপারটেনশন হয়, সেটি প্রতিরোধ করা জরুরি। কিন্তু আমরা প্রতিরোধে যাচ্ছি না। এর মধ্যে তামাক আমাদের শেষ করে দিতে পারে। আর ওষুধ কোম্পানিগুলো নানাভাবে ঢুকে যাচ্ছে এবং অধিকতর মুনাফা করছে।”
তিনি আরও বলেন, “আমাদের চিকিৎসা ব্যয়ের প্রায় ৭১ শতাংশ পকেট থেকে যায়। এর বড় অংশই ডায়াবেটিস, হাইপারটেনশন ও ক্যানসারের মতো অসংক্রামক রোগের চিকিৎসায় খরচ হয়। সরকার চেষ্টা করছে সঠিক চিকিৎসা পৌঁছে দিতে। কিন্তু জনগণেরও দায়িত্ব আছে সচেতন হওয়ার। সচেতনতা ছাড়া প্রতিরোধ সম্ভব নয়।”
স্বাস্থ্য উপদেষ্টা গণমাধ্যমের দায়িত্ব নিয়েও কথা বলেন। তার মতে, সংবাদমাধ্যমে স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধ নিয়ে জনসচেতনতা তৈরির প্রচেষ্টা বাড়ালে মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে উদ্বুদ্ধ করা সহজ হবে।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার উপস্থিত ছিলেন।