Home শিক্ষা ৬৭টি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

৬৭টি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সোমবার (৫ মে) শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের একাধিক কর্মকর্তাকে দেশের ৬৭ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ১৩ মে ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে, ওই তারিখ থেকেই তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

এই নিয়োগের ফলে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রশাসনিক শূন্যতা কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত থাকলেও, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে দেশের ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়, যা সাম্প্রতিককালের সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়াগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

এই ধারাবাহিক অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক কাঠামোকে সুসংগঠিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ ব্যবস্থাপনা এবং গুণগত শিক্ষা নিশ্চিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

এদিকে সময়মতো অবমুক্তির বিষয়টি গুরুত্বসহকারে দেখছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। দেরিতে অবমুক্তি হলে নিয়োগ কার্যকর প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।