Home বিনোদন অভিষান জীভিন্থ–অনস্বরা রাজন জুটির প্রথম ছবি ‘উইথ লভ’

অভিষান জীভিন্থ–অনস্বরা রাজন জুটির প্রথম ছবি ‘উইথ লভ’

অভিষান জীভিন্থ–অনস্বরা রাজন

বিনোদন ডেস্ক: অভিনেতা হিসেবে অভিষান জীভিন্থের প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার ঝড়। টিজারে দেখা গিয়েছিল নরম রঙের আবহ, ক্লোজ-আপ দৃশ্যের অন্তরঙ্গতা এবং অভিষান, অনস্বরা রাজনের খোলামেলা রসায়ন। জাঁকজমক নয়, বরং আবেগ ও মুড-নির্ভর রোমান্সের ইঙ্গিত দিয়েছিল সেই ফুটেজ। নতুন আপডেটে জানা গেল ছবিটির নাম ‘উইথ লভ’, যা প্রকল্পটির পথচলাকে আরও পরিষ্কার করেছে।

ছবিটি প্রযোজনা করছে MRP এন্টারটেইনমেন্ট (মাগেশ রাজ পাশিলিয়ান) এবং সাউন্দর্যা রজনীকান্তের প্রতিষ্ঠিত জায়ন ফিল্মস। দুটি ব্যানারের মিলন যেন ছবিটির টোন আরও সুসংহত করেছে। চরিত্রকেন্দ্রিক গল্পে যাদের ঝোঁক বেশি, সেই দুই প্রতিষ্ঠানের অংশগ্রহণ অভিষানের প্রথম ছবি নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানই তুলে ধরে। টিজার প্রকাশের পর দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ার পর নাম ঘোষণা হওয়াকে প্রকল্পের স্বাভাবিক অগ্রযাত্রা হিসেবেই দেখা হচ্ছে।

পরিচালনায় আছেন মাধান, এটিই তাঁর প্রথম ফিচার। এর আগে তিনি ‘ট্যুরিস্ট ফ্যামিলি’-তে অভিষানের সঙ্গে এবং ‘লাভার’-এ প্রভুরাম ব্যাসের সঙ্গে কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতা বলছে, তিনি সূক্ষ্ম প্রেমকাহিনি এবং আবেগের নিখুঁত স্তরগুলো বুঝে গড়ে তুলতে সক্ষম। ফলে ছবিটি সম্ভাব্যভাবে ফর্মুলা রোমান্সের চেয়ে সত্যিকারের আবেগকে অগ্রাধিকার দেবে।

রজনীকান্ত নিজেও টিমকে শুভেচ্ছা জানিয়ে ‘উইথ লভ’–এর প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছেন।

জুটির প্রতি বাড়ছে আগ্রহ

পরিচালনা থেকে অভিনয়ে অভিষানের যাত্রা শুরু থেকেই কৌতূহলের জায়গা তৈরি করেছে। টিজারে তাঁর স্থির, কোমল, স্বচ্ছন্দ উপস্থিতি দর্শকের নজর কাড়ে। অনস্বরা রাজনের সঙ্গে তাঁর রসায়ন ছিল প্রথম ঝলকের সবচেয়ে আলোচিত অংশ। নতুন আপডেট জানাচ্ছে, এই জুটিই ‘উইথ লভ’–এর আবেগঘন ভিত্তি।

এ বছর অনস্বরার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যে পাঁচটি ছবি মুক্তি পেয়েছে—রেখাচিত্রম, এন্নু স্বন্থাম পুন্যালান, পাইনকিলি, মি. অ্যান্ড মিসেস ব্যাচেলর এবং ব্যাসনাসমেঁথম বন্ধুমিত্রধিকাল। নানা চরিত্রে তাঁর সহজ বিচরণ তাঁকে শিল্পে আরও দৃঢ় অবস্থানে এনেছে। ‘উইথ লভ’ তাঁর ক্যারিয়ারে একটি শক্তিশালী তামিল রোমান্স যোগ করতে চলেছে, যেখানে চপলতা থেকে ভঙ্গুরতার পরিবর্তন তিনি অনায়াসে তুলে ধরতে পারবেন।

সংগীতে শন রোল্ডান, ক্যামেরায় শ্রেয়াস কৃষ্ণা, সম্পাদনায় সুরেশকুমার কে। আবেগময় গল্পে তাঁদের দক্ষতা ছবির নির্মাণে সুস্পষ্ট ছাপ ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ প্রেক্ষাগৃহে আসছে ‘উইথ লভ’

নাম ঘোষণা ও টেকনিক্যাল টিম চূড়ান্ত হওয়ায় ছবিটি এখন ফেব্রুয়ারি ২০২৬–এর মুক্তির লক্ষ্যে এগোচ্ছে। প্রথম ঝলকের ভিত্তিতে এটি একটি নিভৃত, সংযত আবেগের রোমান্স হওয়ার আভাস দিচ্ছে। পুরো গল্প সেই টোন ধরে রাখতে পারলে ‘উইথ লভ’ সাম্প্রতিক ঘনিষ্ঠ রোমান্টিক ড্রামাগুলোর ধারায় নিজের জায়গা করে নিতে পারে।

অভিষানের মনোযোগী অভিষেক, অনস্বরার পরিণত অভিনয় এবং শক্তিশালী টেকনিক্যাল টিম—সব মিলিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়ে গেছে। এখন অপেক্ষা প্রথম লুক পোস্টারের, যা ছবিটির আবহ ও চরিত্রদের জগৎকে আরও স্পষ্ট করে তুলবে।

লাইক দিন 👍, শেয়ার করুন 🔁, এবং মন্তব্যে জানান আপনার মতামত!