Home খেলাধুলা নারী লাল দলকে উড়িয়ে দিল অনূর্ধ্ব-১৫ দল

নারী লাল দলকে উড়িয়ে দিল অনূর্ধ্ব-১৫ দল

অনূর্ধ্ব-১৫ দল
বিজনেসটুডে২৪ ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিসিবি নারী দলকে নিয়ে বিশেষ সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নারী ক্রিকেটারদের লাল-সবুজ দুটি দল ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। সিরিজে দ্বিতীয়বার মুখোমুখি হয়ে আবারও বড় ব্যবধানে জয় পেয়েছে অনূর্ধ্ব-১৫ দল।

রোববার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ২২৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় তুলে নেয় তারা। নারী লাল দল আগে ব্যাট করে মাত্র ৪৯ রানে গুটিয়ে গেলে ছেলেরা সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

লক্ষ্য তাড়ায় ওপেনার ইরফান ও ওম মিলে ৪৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ওম ১৬ রানে ফেরেন, আর ফাহিম শূন্য রানে আউট হন। তবে ইরফান ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। তার সঙ্গে আলিফ অপরাজিত ছিলেন ২ রানে।

এর আগে নারী লাল দল ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায়। ইনিংসের সেরা ব্যাটার ছিলেন সুলতানা, যিনি সর্বোচ্চ ১৮ রান করেন। তাকে বিদায় দেওয়ার পরই দলটির ব্যাটিং ধসে পড়ে। শেষ পর্যন্ত ৪৯ রানে অলআউট হয় তারা।

বল হাতে দুর্দান্ত ছিলেন অনূর্ধ্ব-১৫ দলের সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনই ৩টি করে উইকেট নেন। অমিত ও মাহিন পান ২টি করে উইকেট।

চলমান সিরিজে নারী লাল দলের বিপক্ষে এটি অনূর্ধ্ব-১৫ দলের টানা দ্বিতীয় বড় জয়।