Home Third Lead তেলের দামে ধস: বৈশ্বিক মন্দার আশঙ্কায় কাঁপছে বাজার

তেলের দামে ধস: বৈশ্বিক মন্দার আশঙ্কায় কাঁপছে বাজার

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও দুর্বল চাহিদার আশঙ্কায় তেলের দাম সোমবার আরও কমেছে। চলতি বছর এ পর্যন্ত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে। বিশেষজ্ঞদের মতে, এই পতন শুধু সরবরাহ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির দুর্বলতার গভীর সংকেত বহন করছে।

বিশ্লেষক লিওনার্ড হাইম্যান ও উইলিয়াম টিলস বলেন, “এখন আর শুধু তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ নেই, বরং এটি বৈশ্বিক অর্থনীতির দিকনির্দেশনা নিয়ে গভীর উদ্বেগের প্রতিচ্ছবি।”

২০২৫ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ০.৩ শতাংশ সংকুচিত হয়েছে। যদিও এর একটি অংশ পূর্বাভাসমূলক মজুত বৃদ্ধির কারণে ঘটেছে, তবে ভবিষ্যতমুখী সূচকগুলো যেমন ভোক্তাদের আস্থা ও ব্যবসায়িক মনোভাব নিম্নমুখী। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ডলারের দুর্বলতা, যা বছরের শুরু থেকে ৮.২ শতাংশ কমেছে। যেহেতু তেল ডলারে মূল্যায়িত, তাই এর প্রভাব তেলের বাজারে আরও বেশি অনুভূত হচ্ছে।

এছাড়া বাজারে রয়েছে দ্বিধা ও বিভ্রান্তি। একদিকে চাহিদা কমায় তেলের দাম পড়ে, অন্যদিকে বাড়ছে মার্কিন ট্রেজারি ইল্ড ও মুদ্রাস্ফীতি। এতে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণ আরও জটিল হয়ে পড়ছে—মুদ্রাস্ফীতি কমাতে সুদহার বাড়ানো, না কি অর্থনৈতিক গতি ধরে রাখতে তা কমানো?

“ফেডার নীতির দ্বৈত দায়িত্ব এখন বড় পরীক্ষা নিচ্ছে,” বিশ্লেষকরা বলেন। “শুল্ক যদি দাম বাড়ায় এবং অর্থনৈতিক গতি কমিয়ে দেয়, তাহলে ফেড এমন এক পরিস্থিতিতে পড়বে যেখানে কোনো সিদ্ধান্তই সহজ হবে না।”

সৌদি আরবের সম্ভাব্য উৎপাদন বৃদ্ধি, ইরান বা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার জল্পনা, কিংবা নতুন আবিষ্কারের খবরে তেলের বাজারে কিছুটা মৃদুতা এলেও সার্বিক বার্তা স্পষ্ট—বিশ্ব অর্থনীতি গতি হারাচ্ছে।

বিশ্লেষকরা আরও বলছেন, যুক্তরাষ্ট্রের শেল গ্যাস যুগ হয়তো শেষের পথে। “ড্রিল-বেবি-ড্রিল” যুগের অবসান হতে চলেছে। এখন তেল মাটির নিচেই রেখে দেওয়াই হয়তো বেশি যৌক্তিক সিদ্ধান্ত।

সিটিএ:
বাজারের পরিবর্তনশীল গতিপথ, অর্থনীতির গভীর সংকেত—আপডেট পেতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ। প্রতিদিনের অর্থনৈতিক বিশ্লেষণ ও বাজারের খবর সবার আগে পেতে আমাদের ফলো করুন।