বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রংপুর: বদরগঞ্জে নারী অপহরণ মামলায় লিয়াকত উল্লাহ লুসান নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় শ্যামপুর স্টেশনপাড়া গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের শিক্ষিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। পথে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭–৮ জন তাকে জোরপূর্বক মারধর করে মাইক্রোবাসে তুলে নেয়। মাইক্রোতে থাকা অবস্থায় শিক্ষিকা চিৎকার করলে তাকে পদাগঞ্জ বাজারের কাছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি আহত হন এবং পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর ওই শিক্ষিকা তিনজনের নাম উল্লেখ ও আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তদন্তে নেমে সোমবার বিকেলে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিএনপি নেতা লিয়াকত উল্লাহকে গ্রেফতার করে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান জানান, “শিক্ষিকাকে অপহরণের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।”
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, “লিয়াকত উল্লাহকে পুলিশ গ্রেফতার করেছে, বিষয়টি জেনেছি। তবে কোন কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তা এখনো জানি না।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হকও জানান, “লিয়াকত উল্লাহ গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আছেন। আমি বাইরে থাকায় বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি পূর্বপরিচিতির জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত শিক্ষিকাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং মামলার তদন্ত দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।










