Home আন্তর্জাতিক সেনা অভিযান নিয়ে বিতর্কে ক্ষুব্ধ মোদি, সতর্ক করলেন শরিকদের

সেনা অভিযান নিয়ে বিতর্কে ক্ষুব্ধ মোদি, সতর্ক করলেন শরিকদের

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লি: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আর কোনও বেফাঁস মন্তব্য নয় এই মর্মে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দিল্লিতে এনডিএ-র শীর্ষ বৈঠকে শরিকদলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের উদ্দেশে কড়া ভাষায় এই বার্তা দেন তিনি।

সুশাসনের রূপরেখা ঠিক করতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা-সহ এনডিএ-ভুক্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। বৈঠকে সাম্প্রতিক কিছু বিতর্কিত মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে মধ্যপ্রদেশ ও হরিয়ানার কয়েকজন শীর্ষ নেতার বক্তব্য ঘিরে চলতি সপ্তাহে যে সমালোচনা তৈরি হয়েছে, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সূত্রের দাবি, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সামরিক অপারেশন নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা অনুচিত। সেনার ত্যাগ ও সাফল্যকে সম্মান জানাতে হবে। অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি বা বিভাজনের কোনও সুযোগ নেই।’’ তিনি নির্দেশ দেন, একে অপরের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে এবং সরকার ও দলের ভাবমূর্তি রক্ষায় সংযত থাকতে হবে।

এর আগে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ এক বিতর্কিত মন্তব্যে কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ওই সম্প্রদায়ের নারীর মাধ্যমে জঙ্গিদের শিক্ষা দিতে চেয়েছেন। একইভাবে, মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়া বলেন, ‘‘সেনাবাহিনী এখন মোদিজির পায়ে মাথা ঠেকাচ্ছে।’’ এসব মন্তব্যে প্রবল সমালোচনা শুরু হয়, যার জেরে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী।

বৈঠকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। সেখানে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করা হয় এবং বলা হয়, ‘‘এই অভিযান ভারতীয়দের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।’’ প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

সংঘর্ষবিরতি প্রসঙ্গেও প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, কোনও তৃতীয় পক্ষ নয়, পাকিস্তানের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের অবস্থান ছিল দৃঢ়, আত্মরক্ষায় কোনও আপস নয় বলেও বৈঠকে জানান তিনি।