Home আকাশ পথ ভারতের অপারেশন সিন্দুর: পাকিস্তানে আকাশসীমা বন্ধ

ভারতের অপারেশন সিন্দুর: পাকিস্তানে আকাশসীমা বন্ধ

ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের বাহাওয়ালপুর, কোটলি ও মুজাফফরাবাদে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাতে বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিজনেসটুডে২৪ ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তান ৪৮ ঘণ্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের বাহাওয়ালপুর, কোটলি ও মুজাফফরাবাদে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাতে বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এয়ারস্পেস অবরোধ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে ইসলামাবাদ ও লাহোরসহ প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলো থেকে ২৫টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত ও রিয়াদগামী যাত্রীদের যাত্রায় বিঘ্ন ঘটছে।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “ভারতের এই কাপুরুষোচিত হামলার কঠিন জবাব দেওয়া হবে। পাকিস্তান নিজের সময় ও পছন্দসই স্থানে উপযুক্তভাবে জবাব দেবে।”

পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশু রয়েছে। আরও ১২ জন আহত হয়েছেন। বাহাওয়ালপুর ও কোটলির মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, “খুব দুঃখজনক ঘটনা। আমরা মাত্র শুনলাম। আশা করি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।”

জাতিসংঘ দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা সংযম প্রদর্শন করে ও পরিস্থিতির আরও অবনতির হাত থেকে রক্ষা করে।

আকাশসীমা বন্ধ থাকায় বহু আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলতে বাধ্য হচ্ছে। এতে যাত্রাপথ দীর্ঘতর হচ্ছে ও বিমান সংস্থাগুলোর ব্যয় বাড়ছে। আপাতত ২৫ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে, তবে তা পরিস্থিতির ওপর নির্ভরশীল।

২২ এপ্রিল, ২০২৫ তারিখে জম্মু ও কাশ্মীরের পাহালগামে ভয়াবহ এক জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোকেই দায়ী করে। এর জবাবে ভারত পাকিস্তানের অভ্যন্তরে এই ‘অপারেশন সিন্দুর’ চালায়। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় দুইটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উভয় পক্ষকে দ্রুত কূটনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছে। যাত্রীদের ফ্লাইট পরিস্থিতি ও এয়ারস্পেস তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।