Home Third Lead ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য: যুবক গ্রেপ্তার

ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য: যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত যুবক(২৩)
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেল শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১১ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবির নিচে বিকাশ ধর ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। এতে মুহূর্তেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।

একটি স্ক্রিনশটে দেখা যায়, বিকাশ মুসলমানদের ‘জঙ্গি’ বলেও কটূক্তি করেছেন। এসব মন্তব্য ভাইরাল হলে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে বিকাশ তার ফেসবুক পোস্ট ডিলিট করে ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন।

এই ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার আব্দুল কাদির রতন নামে একজন বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর সাইবার নিরাপত্তা আইনে থানায় একটি মামলা রুজু করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া বিকাশ তার দোষ স্বীকার করেছে এবং ঘটনার দিনই সেনাবাহিনীর ক্যাম্পে পরিবারের সঙ্গে উপস্থিত হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকাশের দেওয়া তথ্যমতে, হবিগঞ্জের বাহুবল উপজেলার মামার বাড়ি থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিকাশ ধর দীপ্ত মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বিধান ধরের ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।