Home বিনোদন “আমি বাঁচবো তো?”- ভয় আর যন্ত্রণায় কাতর সুপারমডেল অ্যাম্বার চিয়া

“আমি বাঁচবো তো?”- ভয় আর যন্ত্রণায় কাতর সুপারমডেল অ্যাম্বার চিয়া

অ্যাম্বার চিয়া। ছবি সংগৃহীত

১৫ বছর বয়সী ছেলে অ্যাস্টন ওয়ং মায়ের পাশে বসে রয়েছেন। চিয়া জানান, পড়ে গিয়ে তার চিবুকে ১০টি সেলাই, ঠোঁটে ১০টিরও বেশি সেলাই পড়েছে এবং সাতটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিনোদন ডেস্ক

মালয়েশিয়ার খ্যাতিমান সুপারমডেল ও অভিনেত্রী অ্যাম্বার চিয়া সম্প্রতি কাজের অতিরিক্ত চাপ ও শারীরিক অবসাদে অসুস্থ হয়ে পড়েন। ৪ মে (শনিবার) অজ্ঞান হয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, পতনের ফলে তার মুখে গভীর আঘাত লাগে এবং দাঁতে মারাত্মক ক্ষতি হয়।

৪৩ বছর বয়সী এই তারকা ৭ মে (বুধবার) ইনস্টাগ্রামে নিজের হাসপাতালে থাকার কিছু ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তার ১৫ বছর বয়সী ছেলে অ্যাস্টন ওয়ং মায়ের পাশে বসে রয়েছেন। চিয়া জানান, পড়ে গিয়ে তার চিবুকে ১০টি সেলাই, ঠোঁটে ১০টিরও বেশি সেলাই পড়েছে এবং সাতটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।

“আমি বারবার নিজেকে জিজ্ঞেস করছিলাম, কেন অজ্ঞান হয়ে পড়লাম? আমি তো সবসময় নিজেকে সুস্থ বলে মনে করতাম, তাহলে হঠাৎ এমন কী হলো?”— এমন অনুভূতি ব্যক্ত করেন চিয়া।

তিনি আরও জানান, এটাই প্রথমবার নয়, এর আগেও তিনি দুইবার অজ্ঞান হয়ে পড়েছেন। প্রতিবারই তিনি আতঙ্কে ভোগেন— “ভয় লাগে, যদি পরের বার আর বেঁচে না ফিরি … শরীরের ক্ষত যন্ত্রণাদায়ক, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট দেয় এই অনিশ্চয়তা।”

চিকিৎসাধীন অবস্থায় তিনি সিটি স্ক্যান , এমআরআই এবং ইলেকট্রোকার্ডিওগ্রাম  সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করান। যদিও চিকিৎসকরা এখনো স্পষ্ট কোনো কারণ জানাতে পারেননি।

“উত্তর না পেলেও জীবন থেমে থাকে না”— এই উপলব্ধি থেকে চিয়া প্রতিশ্রুতি দেন, আগামীতে নিজের প্রতি আরও যত্নশীল হবেন। তিনি বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তোমাদের উপস্থিতি আমার মনকে উষ্ণ করেছে, আমি আর একা অনুভব করিনি। ভালোবাসি তোমাদের সবাইকে।”

অ্যাম্বার চিয়া মালয়েশিয়ার ফ্যাশন জগতের এক সুপরিচিত মুখ। ২০০৪ সালে “Guess Watches Timeless Beauty International Model Search” প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এরপর থেকে তিনি দেশ-বিদেশের বহু ব্র্যান্ড ও ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন। পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

চিয়ার সাম্প্রতিক শারীরিক সংকট মালয়েশিয়ান বিনোদন অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। ভক্ত-অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।