Home বিনোদন গাউনের নিচে গোপন রহস্য? আলিয়ার ছবি ঘিরে নেটদুনিয়ায় গুঞ্জন

গাউনের নিচে গোপন রহস্য? আলিয়ার ছবি ঘিরে নেটদুনিয়ায় গুঞ্জন

বিনোদন ডেস্ক:

কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পা দিয়েই ফের শিরোনামে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। উৎসবের প্রথম দিনেই তাঁর পরিধান ও উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। কিন্তু আলোচনার কেন্দ্রে এসেছে আরেকটি বিষয়—তিনি কি দ্বিতীয়বার মা হতে চলেছেন?

হালকা গোলাপি রঙের স্ট্র্যাপলেস গাউনে কানের রেড কার্পেটে হাজির হয়েছিলেন আলিয়া, চুলে ছিল খোঁপা, সাজপোশাকের দায়িত্বে ছিলেন প্রখ্যাত পোশাকশিল্পী ড্যানিয়েল রোজবেরি। পরে ‘উইমেনস ওয়ার্থ’ অনুষ্ঠানের জন্য আলিয়াকে দেখা যায় আরমানি ডিজাইন করা আরেকটি গাউনে। দুটি লুকেই তাঁর পরিপাটি সৌন্দর্য মন কেড়েছে সকলের।

তবে ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একটি অংশের দাবি, আলিয়ার পোশাকের ভাঁজে উঁকি দিচ্ছে ‘বেবিবাম্প’। একজন লিখেছেন, ‘আলিয়ার চলাফেরা আর শরীরের গঠন দেখে মনে হচ্ছে তিনি গর্ভবতী।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আলিয়ার মুখের জৌলুশ এবং ভঙ্গিমা দেখে মনে হচ্ছে শুভ খবর আসতে চলেছে।’

জল্পনার আগুনে ঘি ঢেলেছে একটি পুরনো পডকাস্ট, যেখানে আলিয়া বলেছিলেন, দ্বিতীয় সন্তান ছেলে হলে তাঁর নাম কী হবে, তা নিয়ে তাঁরা আগেই ভেবে রেখেছেন। পাশাপাশি, রণবীর ও আলিয়া দুজনেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরা পরিবার বড় করতে আগ্রহী।

যদিও এখনো পর্যন্ত আলিয়ার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলোও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

২০২২ সালের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া ও রণবীর। মেয়ের নাম রেখেছেন ‘রাহা’। এখন কান উৎসবে আলিয়ার উপস্থিতি ঘিরে শুরু হওয়া নতুন গুঞ্জন বলিপাড়ায় ফের আলোড়ন তুলেছে।