বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি ফের আলোচনায়—এবার শাড়ি পরে ধরা দিয়ে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে ঐতিহ্যবাহী বাঙালি সাজে দেখা গেছে এই তারকাকে। চোখে মায়া ছোঁয়া চাহনি আর মিষ্টি হাসিতে মুহূর্তেই নজর কাড়েন নেটিজেনদের।
‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমায় বনি সেনগুপ্তের বিপরীতে অভিষেক ঘটার পর থেকেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন কৌশানি। প্রথম ছবিটিই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। এরপর ধীরে ধীরে নিজের জায়গা পাকাপোক্ত করতে থাকেন টালিউডে।
অভিনয়ের পাশাপাশি কৌশানি নিয়মিত সামাজিক মাধ্যমে সক্রিয়। মাঝেমধ্যে ছবি ও ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় শাড়ি পরা ছবি পোস্ট করে আবারও প্রশংসার ঝড় তুললেন অনলাইনে।
তার শেয়ার করা ছবিতে সাবেকি শাড়ির সঙ্গে কৌশানির লাবণ্যময় উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে ভক্তদের কাছ থেকে। কেউ লিখেছেন, ‘খাঁটি বাঙালি রূপ’, কেউ আবার মন্তব্য করেছেন, ‘নজর কাড়া সৌন্দর্য’।
নানান সময়ে স্টাইল ও লুক নিয়ে আলোচনায় থাকলেও এবারের শাড়ি লুক যেন বিশেষভাবে ছুঁয়ে গেছে অনুরাগীদের হৃদয়।