Home বিনোদন ‘প্রভাব নয়, প্রতিভাতেই ভরসা দেবলীনার’

‘প্রভাব নয়, প্রতিভাতেই ভরসা দেবলীনার’

অভিনেত্রী দেবলীনা কুমার

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী দেবলীনা কুমার এখন আর নতুন মুখ নন। বড় পর্দায় ‘প্রাক্তন’ ছবি দিয়ে যাত্রা শুরু করলেও, তাঁর পরিচিতি প্রথমে তৈরি হয় একজন নৃত্যশিল্পী হিসেবে। এরপর ‘রঙ্গবতী’ গানে তাঁর পারফরম্যান্স তাঁকে টলিপাড়ায় এনে দেয় বিশেষ জনপ্রিয়তা। তবু একথা অনস্বীকার্য, আজ পর্যন্ত তাঁকে খুব কমই কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে।

অবশেষে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ‘রাস’ ছবিতে প্রথমবার নায়িকার ভূমিকায় অভিনয় করছেন দেবলীনা। এই ছবিতে দেখা যাবে এক ত্রিকোণ প্রেমের কাহিনি, যেখানে দেবলীনার সঙ্গে অভিনয়ে আছেন রণজয় বিষ্ণু ও বিক্রম চট্টোপাধ্যায়।

দেবলীনার পেছনের পরিচয়ও উল্লেখযোগ্য। তিনি প্রভাবশালী রাজনীতিবিদ দেবাশিস কুমারের কন্যা এবং কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের নাতবউ। তবে তিনি কখনোই এই সম্পর্ককে ব্যবহার করে সুযোগ নেওয়ার চেষ্টা করেননি।

একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, টলিপাড়ার কিছু নামী প্রযোজনা সংস্থা থেকে কি কখনও কাজের প্রত্যাশা ছিল? সোজাসাপ্টা উত্তর দেন দেবলীনা: “হ্যাঁ, আগে মন খারাপ হতো। ভাবতাম, নিশ্চয়ই ভাল চরিত্রে সুযোগ আসবে। কারণ সবাই বলত, আমার কাজ ভাল হয়েছে। কিন্তু এখন আর মন খারাপ হয় না। আমি নিজে গিয়ে কাজ চাইতে পারব না, আর বাবার প্রভাব খাটিয়েও কিছু করব না।”

এই মানসিক পরিপক্বতার পেছনে স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের অবদান উল্লেখ করে তিনি বলেন: “ও ছোট থেকে বহু চড়াই-উতরাই দেখেছে। উত্তম কুমারের পরিবারে থেকেও নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে ওকে। ও-ই আমাকে বুঝিয়েছে— ধৈর্য ধরতে হবে। সময় এলেই সব হবে। আশা না করাই ভাল।”

এই মুহূর্তে তিনি খুশি ‘রাস’ ছবির জন্য। বললেন: “তথাগত দাকে ধন্যবাদ, আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এই ছবির মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরার সুযোগ পাচ্ছি।”

দেবলীনার কথা থেকে স্পষ্ট, পরিচিতি কিংবা প্রভাব নয়, তিনি নিজের শক্তি ও ধৈর্যের উপর নির্ভর করে এগিয়ে যেতে চান।