বিনোদন ডেস্ক:
অনেক দিন ধরে ছোট পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। পেশাদার জীবনের পরিবর্তে এখন তিনি সময় দিচ্ছেন ছেলে কেশব, ইউটিউব চ্যানেল ও নিজের রূপচর্চাকেন্দ্র (সালোঁ) নিয়ে ব্যস্ততায়। যদিও টিভি সিরিয়ালে তাঁকে আর দেখা না গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সক্রিয়। কিন্তু সেখানেই এবার তিনি পড়েছেন বিতর্কের মুখে।
সম্প্রতি নিজের লুক বদলে নতুন এক স্টাইলের চুলে ধরা দিয়েছেন মধুবনী। সোনালি রঙে রাঙানো চুল নিয়ে ছবি পোস্ট করতেই তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রামে একের পর এক নেতিবাচক মন্তব্যের বন্যা। কেউ তাঁকে তুলনা করেছেন ‘পাটের মতো চুল’ বলেও, কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘ডাকিনী’র মতো লাগছে।
অনেক দিন ধরেই এই ধরনের মন্তব্য সহ্য করে যাচ্ছিলেন তিনি। তবে এবার যেন সীমা ছাড়িয়ে গেছে। আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে মধুবনী বলেন, “সত্যিই আর সহ্য করতে পারছিলাম না। ‘ডাকিনী’ বলা হয়েছে শুধু অপমান করার জন্য। কিন্তু ‘ডাকিনী’ এক ধরনের শক্তিশালী নারী, আমি তার যোগ্যই না। মানুষ না বুঝে এ ধরনের মন্তব্য করছে, এটুকু অন্তত আমি বুঝতে পারি।”
সমালোচনার জবাবে অভিনেত্রী জানান, এত সব নেতিবাচকতার মধ্যেও তিনি তার নিজের মতন জীবনযাপনই চালিয়ে যাবেন। ব্যক্তিগত রুচি, সাজ-পোশাক এবং স্টাইলের উপর প্রশ্ন তোলার অধিকার কারও নেই বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, এটা প্রথমবার নয়। এর আগেও তাঁকে বিভিন্ন অলংকার পরার জন্য নানাভাবে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। মোটা শাঁখা-পলা কিংবা বড় রুপোর নাকছাবির মতো গহনা তাঁর সাজে থাকলে অনেকেই তা ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন।
তবে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচকতা ছড়ানো মানুষদের জন্য তিনি সময় নষ্ট করতে রাজি নন। “মানুষের অশিক্ষা আমাকে ভাবায়, কিন্তু তাতে আমি থেমে যাব না,”—জানান মধুবনী।
তিনি আরও বলেন, “অনেক দিন ধরেই ভাবছিলাম এ নিয়ে একটি ভিডিও করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে নিজেকে আর আটকে রাখতে পারলাম না।” যদিও তিনি বিশ্বাস করেন না যে তাঁর এই বার্তার পর অন্যদের মনোভাব বদলাবে।
নিজের পছন্দের সাজ-পোশাক নিয়ে সোচ্চার থেকে মধুবনী যেন নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন— নারী হিসেবে নিজের পছন্দকে প্রকাশ করার স্বাধীনতা তাঁর রয়েছে এবং সমাজ যতই মন্তব্য করুক, সেই পথ থেকে তিনি সরবেন না।
📢 CTA:
আপনার কি মনে হয় সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রিটিদের স্বাধীনতা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে? মতামত জানান আমাদের পেজে বা লিখুন : btbd24@gmail.com
👉 আরও বিনোদনের খবর পেতে ভিজিট করুন: www.businesstoday24.com