Home খেলাধুলা অর্জুন-সানিয়ার বাগ্‌দানের পর নতুন জল্পনা

অর্জুন-সানিয়ার বাগ্‌দানের পর নতুন জল্পনা

অর্জুন-সানিয়া
বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বাগ্‌দান ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে। বাগ্‌দানের পর থেকেই সচিন পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে সানিয়াকে দেখা যাচ্ছে নিয়মিত। তবে বাগ্‌দানের আগেই তাঁদের সম্পর্কের আভাস মিলেছিল সচিন-কন্যা সারার সামাজিক মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে।

দুবাই সফরের ছবি ঘিরে জল্পনা

গত ১০ জুন সারা তেন্ডুলকর সমাজমাধ্যমে দুবাই সফরের কিছু ছবি শেয়ার করেন। এক ছবিতে তাঁকে দেখা যায় সানিয়ার সঙ্গে, অন্য ছবিতে ভাই অর্জুনের সঙ্গে। ছবিগুলি একই জায়গায় ও একই পোশাকে তোলা, যা থেকে স্পষ্ট—বাগ্‌দানের আগেই অর্জুন, সারা ও সানিয়া একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। অনেকেই মজা করে মন্তব্য করেছেন, “বিয়ের আগেই মধুচন্দ্রিমা সেরে ফেলেছেন সচিন-পুত্র।”

পরিবারে সানিয়ার উপস্থিতি

বাগ্‌দানের পর সচিনের বাড়ির নানা অনুষ্ঠানে সানিয়াকে দেখা গেছে। সারার স্টুডিয়োর উদ্বোধনের আগে বাড়ির পুজোতে তিনি ছিলেন। স্টুডিয়ো উদ্বোধনের দিনও ছিলেন উপস্থিত। তবে সেই সময় অর্জুনকে দেখা যায়নি। অবশেষে গত ২৯ অগস্ট, সচিনের মা রজনীর জন্মদিনে, এক ফ্রেমে ধরা পড়লেন অর্জুন ও সানিয়া। সচিন নিজেই পরিবারের সেই ছবি পোস্ট করেন, যাতে অঞ্জলি, সারা, অর্জুন ও সানিয়ার উপস্থিতি চোখে পড়ে।

সচিনের নিশ্চিতকরণ

বাগ্‌দানের পর সচিন নিজে কোনো পোস্ট না করায় ভক্তদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে নিজের সামাজিক মাধ্যমে “আস্ক মি এনিথিং” পর্বে সচিন সরাসরি বলেন, “হ্যাঁ, ওর বাগ্‌দান হয়েছে। ওর ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আমরা সকলেই খুব উত্তেজিত।” এভাবেই জল্পনার অবসান ঘটান তিনি।

সানিয়ার পরিচয়

সানিয়া চন্দোক ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ঘাই পরিবারের খাবার ও হোটেলের ব্যবসা রয়েছে, পাশাপাশি নামী দুই আইসক্রিম ব্র্যান্ডের মালিকানাও তাদের হাতে। তবে সানিয়া পারিবারিক ব্যবসায় যুক্ত নন। ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল থেকে পড়াশোনা শেষে তিনি লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা করেন। ২০২০ সালে স্নাতক হওয়ার পর দেশে ফিরে পোষ্যদের যত্ন নিয়ে ব্যবসা শুরু করেন—“মিস্টার পজ় পেট স্পা অ্যান্ড স্টোর” নামে। যদিও এখনো তেমন লাভজনক হয়নি উদ্যোগটি।

ভবিষ্যতের দিকচিহ্ন

অর্জুন এখনও ক্রিকেট ক্যারিয়ারকে গুছিয়ে তোলার চেষ্টায়, আর সানিয়া তাঁর উদ্যোক্তা জীবনে ব্যস্ত। তবুও তেন্ডুলকর পরিবারের ঘরোয়া পরিসরে তাঁদের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে—বিয়ের দিনক্ষণ ঘোষণা হয়তো আর খুব দূরে নয়।