অলি আহমদ বলেন, “আমার সঙ্গে খালেদা জিয়ার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই আমি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনার খোঁজ-খবর নিয়েছি, আল্লাহর রহমতে এখন ভালো আছেন।”
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চার মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ। গতকাল রোববার (১৮ মে) সন্ধ্যায় গুলশানের ফিরোজা ভবনে খালেদা জিয়ার বাসায় গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।
অলি আহমদ বলেন, “আমার সঙ্গে খালেদা জিয়ার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই আমি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনার খোঁজ-খবর নিয়েছি, আল্লাহর রহমতে এখন ভালো আছেন।”
সাক্ষাৎ শেষে রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলডিপি সভাপতি। তিনি বলেন, “যখনই সুযোগ পেয়েছি, আমি তাঁর খোঁজ নিয়েছি। এবার তিনি উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে ছিলেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি, দোয়া করি তিনি সুস্থ থাকুন।”
গত ৬ মে যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই তিনি নানা জটিল রোগে ভুগছেন এবং নিয়মিত চিকিৎসার অধীনে আছেন। ২০২0 সালে করোনা পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় সরকার তাঁর দণ্ডাদেশ স্থগিত করে ঘরবন্দি চিকিৎসার অনুমতি দেয়। এরপর থেকেই তিনি গুলশানের বাসভবনেই অবস্থান করছেন এবং রাজনীতিতে সক্রিয় না থাকলেও দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর পরোক্ষ ভূমিকা রয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
প্রসঙ্গত,৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে ৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। তাদের মধ্যে সে সময় দীর্ঘ ৩০ মিনিট আলোচনা হয়।
দেশে ফেরার পর এটি ছিল খালেদা জিয়ার প্রথম কোনো রাজনৈতিক নেতা সঙ্গে সরাসরি সাক্ষাৎ। অলি আহমদের এই সাক্ষাৎ শুধু পারিবারিক সৌজন্য নয়, বরং রাজনৈতিক অঙ্গনেও তা বিশেষ তাৎপর্য বহন করে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। এলডিপি একসময় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ছিল, যদিও পরবর্তীতে নানা মতভেদে জোট থেকে দূরে সরে আসে।
খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলমান থাকাকালেই এলডিপি সভাপতির এই সাক্ষাৎ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।